আন্দোলনের মধ্যেই আরো এক অশনি সংকেত।ইতিমধ্যেই তা নিয়ে বিশ্ব কুস্তি সংস্থার কাছে আবেদন জানানো হয়েছে কিন্তু কোন প্রত্তুত্যর না পাওয়ায় দুশ্চিন্তায় সময় কাটছে ভারতীয় অলিম্পিক সংস্থা আধিকারিকদের।আর হাতে বাকি রয়েছে মাত্র সাত দিন তার মধ্যে ভারতের কুস্তি সংস্থান নির্বাচন হওয়ার কথা ছিল। পরিস্থিতি বর্তমানে যা তাতে সম্ভবপর হবে বলে মনে করছেন না তাঁরা।
সম্প্রতি ব্রিজভূষণ স্মরণ সিংহ যিনি ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি তাঁর গ্রেফতারিকে ঘিরে কুস্তিগীরদের ধর্ণা মঞ্চে যে আন্দোলন শুরু হয়েছে তা এত সহজে থামবে না বলে মনে করা হচ্ছে। মহিলা কুস্তিগীরদের নিগ্রহের অভিযোগে এই আন্দোলনে সামিল হয়েছেন বিনেশ ফোগট বজরং পুনিয়া সহ সাক্ষী মালিক প্রমুখ ব্যক্তিত্বরা। এই আন্দোলনের শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নাও হওয়া পর্যন্ত নির্বাচন সম্ভবপর নয়।
ভারতীয় অলিম্পিক সংস্থা একটি সংস্থা তৈরি করে দেয়, ভারতে সঞ্চালনা করার জন্য। গত ২৭ এপ্রিল কমিটি তৈরি হয় এবং বিশ্ব কুস্তি সংস্থা সে কমিটিকে নির্দেশ দেয় আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটি গঠন করার। আগামী ১০ই জুন সেই শেষ সময়সীমা কিন্তু তার মধ্যে এত কিছু প্রস্তুতি করা সম্ভবপর হবে না বলেই মনে করছেন। ফলত বিপদে পড়তে পারেন ভারতে কুস্তি সংস্থা কারণ বিশ্ব কুস্তি সংস্থা যে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতেই পারে এমনকি বরখাস্ত করা হতে পারে, কারণ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে কীভাবে নির্বাচন সম্ভব তা ভেবে পাচ্ছি না কেউই, যে কারণে তাঁরা বিশ্ব কুস্তি সংস্থার কাছে আরো কিছুদিন সময় চেয়ে আর্জি জানিয়েছে যদিও সেই আর্জি মেনে নেয়া হবে কিনা সে খবর এখনো পাওয়া যায়নি।