রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeদেশঅবশেষে সকলের সামনে কথা বললেন রেলমন্ত্রী, জানালেন পরবর্তী পদক্ষেপের কথা

অবশেষে সকলের সামনে কথা বললেন রেলমন্ত্রী, জানালেন পরবর্তী পদক্ষেপের কথা

বিভীষিকাময় পরিস্থিতি কাটিয়ে আবারো ছুটলো করমন্ডল এক্সপ্রেস। তবে দায়িত্ব এখানেই শেষ হয়ে যায়নি বলেই জানাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আমরা সকলেই জানি গত শুক্রবার যে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে সেই স্মৃতি এখনো পর্যন্ত টাটকা হয়ে রয়েছে সকলের মনে। এরই মধ্যে ৫১ ঘণ্টা পার করেই আবারো ওই অভিশপ্ত লাইন দিয়ে ছুটলো ট্রেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দেখা গেল বাহানগা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকতে, ট্রেন চলাচলের সেই মুহূর্তে তিনি উপস্থিত ছিলেন। তবে শুধু উপস্থিতই ছিলেন না তিনি করজোড়ে প্রণামও করেন। এর পরবর্তী সময়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তাদের দায়িত্ব এখনো শেষ হয়নি। বহু মৃতদেহ সনাক্তকরণ বাকি যারা এখনো প্রিয়জনদের খোঁজ পাননি সেইসব পরিবারকে তাদের প্রিয়জনেরকে খুঁজে পেতে সাহায্য করতে তৎপর তাঁরা।

তবে এ বিষয়ে উড়িষ্যা রাজ্য সরকারও বিশেষ কিছু পরিকল্পনা নিয়েছেন। আপাতত সেই সমস্ত মৃতদেহগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বালাসোর থেকে সেগুলিকে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বরে, সেখানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের সংরক্ষণ করে রাখা হবে। এছাড়াও উড়িষ্যা সরকার বিভিন্ন মৃত ব্যক্তির ছবি প্রকাশ করেছে তা দেখে যদি কেউ চিনতে পারে তার জন্য হেল্প লাইন নম্বরও খোলা হয়েছে ১৯২৯ নম্বরে ফোন করা যাবে। তবে দু একদিনের মধ্যে যদি সেই সমস্ত মৃতদেহের শনাক্তকরণ না হয় তাহলে উড়িষ্যা সরকার নিজের উদ্যোগ নিয়ে সে দেহগুলি সৎকার করবে, সে এক বড়ই করুণ চিত্র যা কল্পনা করলেই শিউরে উঠতে হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments