বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeখেলাশরীর সঙ্গ না দেওয়ায় টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল

শরীর সঙ্গ না দেওয়ায় টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল

টেনিস থেকে বিদায় নিচ্ছেন রাফায়েল নাদাল। খেলে ফেললেন এবার তার টেনিসজীবনের শেষ ম্যাচ। গত মঙ্গলবার রাতে ডেভিস কাপে নেদারল্যান্ডসের বোটিক ফান জান্ডশুপের বিরুদ্ধে স্পেনের হয়ে নেমেছিলেন নাদেল। তিনি স্ট্রেট সেটে হেরে যান এবং ম্যাচের পর তিনি জানান যে, তার টেনিস খেলার প্রবল ইচ্ছা সত্ত্বেও শরীর অসুস্থ থাকায় তিনি বাধ্য হচ্ছেন টেনিস থেকে বিদায় নিতে। গোটা স্টেডিয়াম ‘ভামোস রাফা’ শব্দে মুখরিত।

তারই মাঝে নাদাল বলেন, “আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এত ভালবাসা পেয়েছি যে বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। ২০ বছরের কেরিয়ারের বরাবর আপনারা সাহস জুগিয়েছেন, পরের পয়েন্ট জিততে সাহায্য করেছেন। কঠিন মুহূর্তে আমার পাশে থেকেছেন। আমি লড়াইয়ের সাহস পেয়েছি। স্পেন এবং গোটা বিশ্বে সমর্থকদের ভালবাসা পেয়ে আমি আপ্লুত। সত্যি কথাটা হলো, কোনো ক্রীড়াবিদই চায় না এই মুহূর্ত কোনো দিন আসুক। আমি টেনিস খেলতে গিয়ে কখনো ক্লান্ত হই না, কিন্তু শরীর আর চাইছে না টেনিস খেলতে। পরিস্থিতি মেনে নিতেই হবে। আমি কৃতজ্ঞ। নিজের পছন্দের একটা বিষয়কে পেশা বানাতে পেরেছি। যত দিন ভেবেছিলাম তার থেকে বেশি দিন খেলেছি।”

কথাগুলি বলার সময় তার গলা রীতিমতো ভারী হয়ে আসছিল। তিনি বারংবার থামছিলেন কথা বলতে গিয়ে। তিনি ঠিক মতো কথা বলতে পারছিলেন না। তার সতীর্থেরাও তখন আবেগপ্রবণ। সকলের চোখের কোনায় জমেছে জল।সেখানে উপস্থিত ছিলেন রজার ফেডেরার, নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে, সেরিনা উইলিয়ামস, আন্দ্রে ইনিয়েস্তা, ইকের কাসিয়াস, ডেভিড বেকহ্যাম, রদ্রি, কনচিতা মার্তিনেস, সের্জিয়ো গার্সিয়া-সহ অনেকে। নাদাল অতি কষ্টে নিজেকে সামলাচ্ছিলেন। নাদাল কথাগুলি বলার পর একের পর এক ভিডিয়োবার্তা বড় পর্দায় ভেসে ওঠে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments