রবিবার, জুন ১৫, ২০২৫
Homeখেলাআরসিবি ট্রফি জিতলেও মিলল না পুলিশের অনুমতি, বাতিল কোহলিদের বিজয় মিছিল

আরসিবি ট্রফি জিতলেও মিলল না পুলিশের অনুমতি, বাতিল কোহলিদের বিজয় মিছিল

অবশেষে ১৮ বছর পর আইপিএল জিতেছে আরসিবি, আর সেই সাফল্যেই গোটা কর্নাটকজুড়ে চলছে উৎসবের আবহ। সকল ভক্তরা আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে, আরসিবি ট্রফি জিতলে ভক্তদের একদিনের ছুটি ঘোষণা করার, যেটা প্রত্যেক বছর পালন করা হবে। যদিও সেই ছুটি ঘোষণা নিয়ে সরকারের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। এদিকে কর্নাটকে আরসিবির জন্য বিরাট সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে।

জানা যায় যে, বুধবার দুপুর দেড়টা নাগাদ হ্যাল বিমানবন্দরে নামবেন রজত পাতিদাররা এবং সেখান থেকে বিকেল চারটে নাগাদ তারা কর্নাটকের বিধান সৌধে পৌঁছবেন। সেখানে সিদ্দারামাইয়া, চ্যাম্পিয়ন দলের সঙ্গে সেখানে সাক্ষাৎ করবেন। গোটা দলকে জানানো হবে সম্মান। বিরাটরা বিকেল পাঁচটা পর্যন্ত সম্ভবত বিধান সৌধে থাকবেন এবং সেখান থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হুডখোলা বাসে চেপে বিজয় শোভাযাত্রা করবে আইপিএল চ্যাম্পিয়নরা। এতকিছু পরিকল্পনার মাঝে ঘটলো বিপত্তি। বিরাটদের বিজয় শোভাযাত্রায় বাধ সাধল বেঙ্গালুরু পুলিশ। আসলে, ট্রাফিক জ্যামের জন্য পুলিশ ওই শোভাযাত্রার অনুমতি বাতিল করলো।

এর ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হুডখোলা বাসে বিরাট কোহলিদের বসিয়ে শহর ঘোরানোর পরিকল্পনা ভেস্তে গেলো। তবে, নতুন পরিকল্পনা অনুযায়ী, বিধান সৌধ থেকে সরাসরি চিন্নাস্বামী পৌঁছে যাবে দল। এরপর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিকেল ৫টা থেকে বিরাটদের নিয়ে হবে বিরাট সেলিব্রেশন। পরে এক ঘণ্টার অনুষ্ঠান হওয়ার কথা। ওই স্টেডিয়ামে সকলের প্রবেশের অধিকার নেই বলেই খবর। সেখানে প্রবেশ করতে বিশেষ পাস থাকবে সমর্থকদের জন্য। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, মেট্রো করে চিন্নাস্বামী স্টেডিয়ামে আসার জন্য, যেহেতু সেখানে গাড়ি রাখার জন্য খুব বেশি জায়গা পাওয়া যাবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments