কে কে আরের আচরণে মোহনবাগান ক্লাবের তরফ থেকে তীব্র নিন্দা করা হয়েছে। আমরা সকলেই জানি এখন হচ্ছে ভরা আইপিএলের সিজন। প্রত্যেকেই আমরা যারা খেলাপ্রেমী মানুষ রাত জেগে খেলা দেখায় মত্ত, অনেকে আবার কলকাতার ইডেন গার্ডেনসের ম্যাচের টিকিটও সংগ্রহ করে রেখেছেন। গত শনিবার ছিল লখনৌ বনাম কলকাতার ম্যাচ, যা নিয়ে মোহনবাগানের সমর্থকদেরও উন্মাদনা কম ছিল না কিন্তু গত শনিবার দিন ঠিক কি হয়েছিল যাতে করে মোহনবাগানের সমর্থকরা তীব্র ধিক্কার জানায় আসুন জানব।
মোহনবাগানের একটি ফ্যান ক্লাব মিছিল করে ময়দান থেকে ইডেন গার্ডেন্সে পৌঁছেছিল। তাঁদের পরনে ছিল মোহনবাগানের টি শার্ট এবং তাতে ছিল মোহনবাগানের লোগো ছিল যে কারণে তাদের ইডেন গার্ডেন্সে ঢুকতে বাধা দেওয়া হয়। ফ্যান ক্লাবের এক সমর্থক যার নাম কৌস্তভ দেবনাথ তিনি জানান পুলিশ তাদের বাধা দেয়নি বাধা দিয়েছে কে কে আর ম্যানেজমেন্ট, তাদের প্রত্যেকের কাছে ছিল ম্যাচের টিকিট মূলত তাঁরা লখনৌয়ের আমন্ত্রণনেই সেখানে পৌঁছেছিলেন কিন্তু ঢুকতে দেয়া হয়নি, তাই তারা ইডেন গার্ডেনস এর ৯ নম্বর ও ১৩ নম্বর গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। শেষ পর্যন্ত টি-শার্ট বদল করা ছাড়া তাঁদের কাছে আর কোন উপায় ছিল না। টি-শার্ট বদল করেই তাঁরা ঢোকার অনুমতি পায়, কিন্তু এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ধিক্কার জানান মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত। তিনি বলেন তিনি সবুজ মেরুনের জার্সি পরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবল ম্যাচ দেখতে গেছেন। কোনদিন তাঁকে কোথাও বাধা সম্মুখীন হতে হয়নি। কিন্তু এই বাধা দেয়ার অর্থ জাতীয় ক্লাবকেও অশ্রদ্ধা করা এবং তাদের সমর্থককেও অসম্মান করা।
সোশ্যাল মিডিয়াতেও মোহনবাগান ফ্যান ক্লাব তাদের প্রতিবাদ স্বরূপ একটি পোস্ট করেছেন যেখানে তাঁরা কেকেআরের ম্যানেজমেন্টের বিষয়ে তীব্র নিন্দা করেন এবং সমালোচনা করেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কেকেআরের ম্যানেজমেন্টের তরফ থেকে কিছু মন্তব্য করা হয়নি।