এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাড়িয়ে পাঁচ ক্রিকেটার। এখন চলছে আইপিএলের সিজন, আর তাতে আশাজনক ফল করতে পারছেন না কেকেআর টিম। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন তাদের পরিকল্পনার অভাবই তাদের এই পারফরম্যান্সের জন্য দায়ী। আইপিএলের শুরু থেকেই একাধিক সমস্যায় ভুগছে এই দল। আমরা সকলেই জানি কেকেআর তাদের ওপেনিং জুটি ও প্রথম একাদশ নিয়ে সমস্যায় পড়েছিল। তাদের দলের একাধিক ক্রিকেটারদের ভালো ফর্মে না থাকাটাও অনেকাংশে দায়ী। যদি নাইট রাইডার্স আগামী বছর আইপিএলে নিজেদের ভালো পারফরম্যান্স দিতে চায় সেক্ষেত্রে দলের মধ্যে কিছু পরিবর্তন আনা বাঞ্ছনীয় এবং ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিবর্তনেই কেকেআরের ঘুরে দাঁড়ানোর টানিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। তাই আসুন জেনে নেওয়া যাক সেই পাঁচ ক্রিকেটার সম্পর্কে যারা হয়তো আগামী বছর কেকেআরের জার্সিতে নাও দেখা যেতে পারে।
আন্দ্রে রাসেল : এবছরের আইপিএলে কেকেআরের ভরসা হয়ে উঠতে পারেননি, বলা চলে তাঁর মধ্যে বয়সের ছাপ স্পষ্ট। তাঁর এ বছরে গড় রান ২২৭ সর্বোচ্চ ৪২ এবং স্ট্রাইক রেট ১৪.৫১। ১৪ টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৭টি, ১৩ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন। ওভার প্রতি রান দিয়েছেন ১১. ৩৪ । গোটা প্রতিযোগিতায় তিনি বল করেছেন মাত্র ১৫.১ ওভার। আগামী বছর কেকেআরের হয়ে আইপিএল তাঁর জন্য একপ্রকার অনিশ্চিতি বলা চলে।
সুনীল নারাইন : ১৪ টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন মাত্র ১১ টি। রান দিয়েছেন ৩৪.৮১। ব্যাটসম্যান হিসেবেও তাঁর পারফরম্যান্স ভালো নয়। তিনি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হিসেবে পরিচিত হলেও এ বছর আইপিএলে তাঁর পারফরমেন্স নজর কাড়েনি। সর্বোচ্চ এবারের রান করেছেন ২১, স্ট্রাইক রেট ৮৪, ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার এবারে সকলকে হতাশ করেছেন।
লকি ফার্গুনশন : একজন ভালো বোলার হলেও তিনি এবারের আইপিএলে কেকেআরের ভরসা হতে পারেননি। ৩টি ম্যাচে তিনি নিয়েছেন মাত্র ১ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ১২.৫২ অর্থাৎ হিসাব যা দাঁড়াচ্ছে তা হল ১টি উইকেট নেবার জন্য তিনি ৯৬ রান দিয়েছেন। ৩১ বছর বয়সেই ক্রিকেটার আগামী বছরে কেকেআরের টিমে থাকবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা
মনদীপ সিংহ : এবারের আইপিএলে কেকেআরের হয়ে ৩ টি ম্যাচ খেলে তিনি ১৪ রান করেছেন। সর্বোচ্চ রান করেছেন ১২, তার এবারের স্ট্রাইক রেট ৮৭.৫০। তবে এবারের আইপিএল নয় গত কয়েকটি আইপিএলের রেকর্ড দেখলেও দেখা যাবে তার স্কোর বোর্ড মোটেও ভাল ছিলনা।
টিম সাউদি : এবারের কেকেআরের হয়ে আইপিএলের ৬ ওভার বল করে ২টি উইকেট পেয়েছেন। মাত্র ১টি উইকেটের জন্য তিনি রান দিয়েছেন ৩৯.৫০। ৩৪ বছর বয়সী এই বোলার তেমন কিছু পারফরম্যান্স দিতে সম্পূর্ণ ব্যর্থ।
নাইট রাইডার্সের ভরসা আশা আকাঙ্ক্ষা নিয়ে যে সমস্ত ক্রিকেটারদের দলে স্থান দিয়েছিলেন আদতেই তাঁরা তা বাস্তবে রূপায়ণ করতে ব্যর্থ হয়েছেন। আগামী দিনে তাই কেকেআরের প্রয়োজন যথেষ্ট বিচক্ষণতার সহিত দল নির্বাচন করা। মাত্র গুটি কয়েক ক্রিকেটারের উপর ভরসা করে দলের ক্ষতি ডেকে আনছেন কেকেআর।