শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeখেলাগ্রেফতার হার্দিক পান্ডিয়ার সৎ ভাই, উঠে এলো কয়েক কোটি টাকার প্রতারণার কথা

গ্রেফতার হার্দিক পান্ডিয়ার সৎ ভাই, উঠে এলো কয়েক কোটি টাকার প্রতারণার কথা

এই মুহূর্তে নিজেদের দলের হয়ে খেলায় ব্যস্ত হার্দিক এবং ক্রুনাল পান্ডিয়া। হার্দিক যেমন মুম্বাইয়ের হয়ে নেতৃত্ব দিচ্ছেন তেমন অন্যদিকে ক্রূণাল লখনৌয়ের হয়ে নেতৃত্ব দিচ্ছে। এর মাঝেই হঠাৎ করে দুই ভাইয়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়ে গেল তাদের সৎভাই বৈভব পান্ডিয়া।

হার্দিক এবং ক্রুনালের অভিযোগ অনুযায়ী, তাদের সঙ্গে ৪.৩ কোটি টাকার প্রতারণা করেছে বৈভব। ২০২১ সালে তিন ভাই একটি পলিমার ব্যবসা গড়ে তুলেছিলেন যেখানে চুক্তি অনুযায়ী, হার্দিক এবং ক্রুণালের ৪০ শতাংশ করে টাকা বিনিয়োগ করার কথা ছিল এবং বৈভবের ২০ শতাংশ বিনিয়োগের কথা ছিল। লাভের অংশ ওইভাবেই বন্টন করার কথা ছিল।

 

কিন্তু হঠাৎ করেই বৈভব অন্য একটি ব্যবসা করার জন্য চুক্তি ভেঙ্গে ফেলেন এবং বাকি দুই ভাইকে কোন কথা জানান না। পুলিশের দাবি অনুযায়ী, তিন ভাইয়ের আসল সংস্থার লাভ এক ধাক্কায় অনেকটা কমে যায়। রাইটিং কোটি টাকার খরচ হয় কিন্তু ওইভাবে কোন টাকা ক্ষতি হয় না। উল্টে ২০ শতাংশ থেকে তার লাভ বেড়ে দাঁড়ায় ৩৩.৩ শতাংশ। এতে ক্ষতির মুখে পড়েন অন্য দুই ভাই।

হিসেবের গড়মিল করার পাশাপাশি যৌথ ব্যবসার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ কোটি টাকা সরিয়ে নেন বৈভব। এরপরই থানায় অভিযোগ জানান অন্য দুই ভাই। এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে বৈভবকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments