বিবাহ বিচ্ছেদের মাত্র কয়েক দিনের মাথাতেই বিয়ে করতে চলেছেন কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়। একদিকে শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চন মল্লিকের বিয়ে নিয়ে যেখানে উত্তাল হয়েছে নেট দুনিয়া, এখানে এবার অতীতকে ভুলে নতুন পথের দিকে এগিয়ে চলেছেন পিংকি।
গতকাল রাতে অভিনেত্রীর এই সম্পর্কের কথা জানা যায় সমাজমাধ্যমের হাত ধরে। ফেসবুক থেকেই জানা গেছে পাত্র আই পি এস। নাম আশীষ ঘোষ। নিজের সম্পর্কের কথা জানিয়ে পিংকিকে ট্যাগ করেছেন আশীষ। যদিও শুভেচ্ছা বার্তায় পোস্টটি ভরে গেলেও ভোর হতে না হতেই সমাজ মাধ্যমের পাতা থেকে পোস্টটি মুছে দেওয়া হয়।
কিন্তু কেনই বা এই পোস্ট করা হলো আবার কেনই বা মুছে দেওয়া হলো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। কাঞ্চন মল্লিকের মত তাহলে কি এবার পিংকিও নতুন করে বিয়ের পিঁড়িতে বসবেন?? এই সবকিছু কি আগে থেকেই ঠিক ছিল নাকি হঠাৎ করেই সম্পর্ক তৈরি হয়েছে? এই প্রসঙ্গে পিংকির তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি।
তবে পিংকির প্রোফাইল থেকে পোস্টটি সরিয়ে দেওয়া হলেও পুলিশকর্তার ফেসবুকে কিন্তু জ্বল জ্বল করছে পোস্টটি। এমনকি পিংকির সঙ্গে বিভিন্ন ভিডিও শেয়ার করা হয়েছে পুলিশ কর্তার ফেসবুক একাউন্ট থেকে। গোটা বিষয় কি পিংকির অনুমতি নিয়েই হয়েছে নাকি এর ভেতরে অন্য কোন কারণ আছে? সেটা একমাত্র বলতে পারবেন অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়।