এবার প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে এলো পঞ্চম পদক। প্যারালিম্পিক্সে শুটিং থেকে ভারত পেলো চতুর্থ পদক। রুবিনা ফ্রান্সিস মহিলাদের শুটিংয়ে জিতলেন ব্রোঞ্জ। মধ্যপ্রদেশের এই শুটার, ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে পদক পেয়ে ভারতের প্রথম মহিলা পিস্তল শুটার হিসাবে গড়লেন প্যারালিম্পিক্সে পদক জয়ের কীর্তি। বিশেষ বিষয়ে এই যে, রুবিনা ফ্রান্সিসের মেন্টর ছিলেন যশপাল রানা, যিনি প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকেরেরও মেন্টর ছিলেন।
শুটারেরা অলিম্পিক্সের মতো প্যারিসে প্যারালিম্পিক্সেও দেশকে করছেন গর্বিত। ফ্রান্সিস, এর আগে টোকিয়ো প্যারালিম্পিক্সেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। যদিও সে বার ফাইনালে উঠেও পদক হাতছাড়া হয়েছিল, তিনি সেইবার সপ্তম স্থানে ছিলেন। তবে এবার সেই আক্ষেপ মিটিয়ে নিলেন প্যারিসে। এ বারের প্যারালিম্পিক্সে একটি সোনা, একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ জিতেছে ভারত। এই ইভেন্টে ইরানের সারেহ জাবনমর্দি ২৩৬.৮ স্কোর করে জিতেছেন সোনা, তুরস্কের আয়সেল ওজগান ২৩১.১ স্কোর করে জিতেছেন রুপো পেয়েছেন। পদক তালিকায় ভারত রয়েছে ১৯ নম্বরে।
উল্লেখ্য, প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের ঝুলিতে ব্রোঞ্জ পদক আনার জন্য ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, রুবিনা ফ্রান্সিসকে অভিনন্দন জানিয়ে টুইটারে একটি পোস্ট করেছেন, যেখানে লিখেছেন, “ভারতের জন্য আরেকটি গর্বের মুহূর্ত। প্যারিস প্যারালিম্পিক্স এ রুবিনা ফ্রান্সিস মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। তার অসাধারণ প্রচেষ্টা, দৃঢ় সংকল্প এবং সহনশীলতা দর্শনীয় ফলাফল এনেছে।”