মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeদেশকেদারনাথে ছিঁড়ে পড়ল বিকল হেলিকপ্টার, এয়ারলিফ্ট করতে গিয়ে ঘটলো বিপত্তি

কেদারনাথে ছিঁড়ে পড়ল বিকল হেলিকপ্টার, এয়ারলিফ্ট করতে গিয়ে ঘটলো বিপত্তি

সম্প্রতি উত্তরাখণ্ডে একটানা ভারী বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির কারণে গোটা আগষ্ট মাস জুড়ে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা বন্ধ ছিল তীর্থ যাত্রীদের জন্য। এরফলে তীর্থযাত্রীদের কেদারনাথ ধামে পৌঁছনোর জন্য বেছে নেন হেলিকপ্টার যাত্রা। আর এমন এই আবহে শনিবার সকালে মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ল বিকল হয়ে যাওয়া একটি হেলিকপ্টার। এই ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। মূলত যান্ত্রিক গোলযোগের কারণে শনিবার সকালে কেদারনাথ ধামে অবতরণের সময় হেলিকপ্টারটি বিকল হয়ে গেছিল।

সেটিকে এয়ারলিফ্ট করে ফিরিয়ে আনছিল উদ্ধারকারী এমআই-১৭ চপার। সেটির সঙ্গে চেন দিয়ে বেঁধে বিকল হেলিকপ্টারটি নিয়ে আসা হচ্ছিল। সেই সময়েই মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ে ওই হেলিকপ্টার। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে যে, দুর্ঘটনাটি ঘটেছে কেদারনাথ ও গৌচরের মাঝে ভীমবালির কাছে লিঞ্চোলিতে। বেসরকারি সংস্থা পরিচালিত ওই হেলিকপ্টারটি ছিঁড়ে মন্দাকিনী নদীর ধারে বড় বড় পাথরের উপর আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায়।

এক আধিকারিক, সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে, “কেদারনাথ থেকে এয়ারলিফ্ট করে আনার পথে একটি হেলিকপ্টার চেন থেকে ছিঁড়ে লিঞ্চোলিতে থারু শিবিরের কাছে নদীতে পড়ে গিয়েছিল। স্থানীয় থানা থেকে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের কাছে সেই তথ্য যায়। বিপর্যয় মোকাবিলা দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।” আপনাদের জানিয়ে রাখি যে, অতীতে বৃষ্টির কারণে কেদারনাথ যাত্রার পথে একাধিক জায়গায় ধসও নেমেছিল, যার জেরে গৌরীকুণ্ড ও কেদারনাথের মাঝে আটকে পড়েছিলেন বহু তীর্থযাত্রী। বায়ুসেনার চপার এমআই-১৭ এবং চিনুক নেমেছিল তাদের উদ্ধার করতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments