দাউদ ইব্রাহিমের প্রশংসা করতে গিয়ে বিতর্কের সম্মুখীন হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাবেদ মিয়াঁদাদ। হঠাৎ করেই ইব্রাহিমের প্রশংসা করলেন তিনি। তিনি বললেন, দীর্ঘ সময় ধরে তিনি দাউদকে চেনেন। লোকে দাউদকে যতটা খারাপ ভাবে, ততটাও খারাপ তিনি নন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিতর্কে জড়িয়ে গেছেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক।
ঘটনাচক্রে দাউদের মেয়ে মাহরুখের সঙ্গে বিয়ে হয়েছে মিয়াদাদের ছেলে জুনেইদের। এক সাক্ষাৎকারে দাউদের প্রশংসা করে এই ক্রিকেটার বলেছিলেন, “আমি অনেকদিন ধরে ওকে চিনি। ওর মেয়ে আমার ছেলেকে বিয়ে করেছে। আমার পুত্র বধু উচ্চ শিক্ষিত। কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছে। নানী বিশ্ববিদ্যালয় পড়েছে। ওদের পরিবারের লোককে সকলে যা ভাবে, আদৌ সেটা ঠিক নয়।”
পাকিস্তানের এই অধিনায়কের কথায় বিজয় চটেছেন ভারতীয় সমর্থকরা। পাকিস্তান ক্রিকেটাররা এর আগেও বেশ কিছু বিষয় নিয়ে বিতর্ক তৈরি করেছিলেন, নতুন করে একটি বিতর্ক তৈরি হলে পাকিস্তানের এই ক্রিকেটারকে ঘিরে। প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাইয়ের বোমা বিস্ফোরণের মূল অভিযুক্ত ছিলেন এই দাউদ। তবে শুধু মুম্বাই নয়, ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন বিস্ফোরণের মূল অভিযুক্ত হিসেবে বারবার উঠে এসেছে দাউদের নাম। সেই দাউদের প্রশংসা করতে গিয়ে যে বিতর্ক তৈরি হবে তা বলাই বাহুল্য।