আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে কলকাতার একাধিক জায়গায় অভিযান চালালো ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর পাওয়া গেছে, বালিগঞ্জ, পার্ক স্ট্রিট সহ শহরের একাধিক জায়গায় ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে তারা। বালিগঞ্জ সার্কুলার রোডে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।
ইডি সূত্রে খবর, যে মামলার তদন্ত করা হচ্ছে সেটি এই রাজ্যের নয়। যদিও দিল্লির একটি মামলার তদন্ত। পরিবহন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর বিরুদ্ধে কিছু আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগ উঠেছে এবং তার ফলেই শুরু হয়েছে এই তল্লাশি। তল্লাশি করা হয়েছে মহেশ কেজরিওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতেও। ওই ব্যবসায়ী নাকি কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে শাহজাহান শেখ সম্পর্কিত আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসার মামলা, ১০০ দিনের কাজে দুর্নীতি মামলা সহ একাধিক মামলায় কলকাতা এবং বিভিন্ন জেলায় তল্লাশি চালিয়েছিল ইডি। তবে এই তল্লাশির সঙ্গে পশ্চিমবঙ্গের কোন সম্পর্ক নেই বলেই জানিয়েছেন তারা।।