অসম্ভবকে সম্ভব করে দেখালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও তার নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি, তাদেরই প্রচেষ্টার ফলস্বরূপ আমরা আগামী আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এক বিরাট পরিবর্তন পেতে চলেছি। ভারত অস্ট্রেলিয়া খেলা থেকেই সেই নয়া নিয়ম শুরু হতে চলেছে। কি সেই নয়া নিয়ম? এবার থেকে সফট্ সিগন্যাল নিয়মটি বন্ধ হয়ে যাচ্ছে। তৃতীয় আম্পিয়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মান্যতা পাবে। অনেকেরই সফট্ সিগন্যাল বিষয়টি সম্পর্কে কোন স্বচ্ছ ধারণা নেই তাদের জন্য বলে রাখা ভালো খেলার মাঠে বোলারের কাছে যে আম্পায়ার থাকেন তিনি নিজের চোখে দেখে যা রিভিউ দেন তার ভিত্তিতে সিদ্ধান্ত হয়।
এছাড়াও মাঠে আরো একজন আম্পায়ার থাকেন তাঁরা দুজনেই যদি মনে করেন তৃতীয় আম্পায়ারের রিভিউ নেয়া প্রয়োজন সে ক্ষেত্রে তাঁরা তৃতীয় আম্পায়ারের সাহায্য চাইতেই পারেন, তবে তাঁকে একটি সিদ্ধান্ত নিতেই হয় একেই সফট সিগন্যাল বলা হয়ে থাকে। মাঠে উপস্থিত দুই আম্পিয়ারের সিদ্ধান্তকে খারিজ করার জন্য তৃতীয় অ্যাম্পিয়ারের কাছে যথোপযুক্ত প্রমাণ থাকা বাঞ্ছনীয় এবং কখনো এমন পরিস্থিতিও তৈরি হয় যেখানে তৃতীয় আম্পায়ারও কোন সিদ্ধান্ত নিতে অস্বস্তিতে পড়ে যান সে ক্ষেত্রে সফট সিগন্যালের পক্ষেই রায় দেয়া হয় অর্থাৎ মাঠে উপস্থিত আম্পায়ারের সিদ্ধান্তকেই মান্যতা দেয়া হয় যা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে এই সব সিগন্যাল বিষয়টিকে নিয়ে অনেকেরই অনেক আপত্তি শোনা গিয়েছে।
এবার সেই বহু বিতর্কিত নিয়মটি অবশেষে বন্ধ হয়ে গেল কারণ এবার থেকে তৃতীয় অ্যাম্পিয়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে ঘোষিত হবে। সমস্ত কিছু প্রযুক্তি তৃতীয় আম্পায়ারের হাতেই থাকে, তাই তাঁর সিদ্ধান্তটাকে গ্রহণযোগ্য বলেই মনে করা হয়। এছাড়াও যদি ম্যাচে আলোর অভাব ঘটে সেক্ষেত্রে ফ্লাড লাইট জ্বালিয়ে খেলা হবার কথাও বলা হয়েছে। খেলা সম্পূর্ণ হওয়ার জন্য অতিরিক্ত একটি দিনও ধার্য হয়েছে। এই সমস্ত নিয়মে আগামী দিনে ম্যাচের বিতর্ক অনেকটা কমবে বলেই আশাবাদী অনেকে।