রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeবিনোদনসত্যিই কি শাহরুখ আর কোনও দিন কোনও সাক্ষাৎকার দেবেন না, কেন নিলেন...

সত্যিই কি শাহরুখ আর কোনও দিন কোনও সাক্ষাৎকার দেবেন না, কেন নিলেন এই সিদ্ধান্ত

শাহরুখ খানের ভক্তদের জন্য এক অত্যন্ত দুঃসংবাদ! এক বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলিউডের বাদশা। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে সংবাদমাধ্যম একটা বড় ভূমিকা পালন করে সেখানে শাহরুখ খান আর কোনদিনই সাক্ষাৎকার দেবেন না বলেই জানা গিয়েছে। তবে তাঁর এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নানান প্রশ্ন, নানান জল্পনা, যেখানে শাহরুখ খান নিজে জানেন একটা সাক্ষাৎকার শুধুমাত্র প্রচার হয় না অভিনেতার রসবোধও প্রকাশ পায় তাতে।

কিং খানের অনুরাগীরা তাঁর প্রতি আরো বেশি করে আকৃষ্ট হয় তাহলে কেন কিং খানের এমন কঠিন সিদ্ধান্ত সে সম্পর্কে জানতে গেলে প্রথমেই বলা দরকার বিগত পাঁচ বছর পর তিনি বড় পর্দায় ফিরেছিলেন তাঁর সিনেমা পাঠানকে নিয়ে। তবে ছবি মুক্তির আগে পর্যন্ত তিনি কোন রকম সংবাদ মাধ্যমকে কোন সাক্ষাৎকার দেননি।ইচ্ছাও প্রকাশ করেননি। তবে সাক্ষাৎকারের বিষয়ে শাহরুখ খানের যথেষ্ট সুনামই রয়েছে। বলা হয় তিনি কোন প্রশ্নকর্তাকেই নিরাশ করেন না। একপ্রকার তিনি চেষ্টা করেন সমস্ত প্রশ্নের উত্তর দেবার যাতে সবাই সন্তুষ্ট হন। আরিয়ান খানের পুলিশ হেফাজতে যাওয়া এবং মাদক কান্ডে জড়িয়ে নানান বিতর্কে সৃষ্টি হয়েছিল সেই সমস্ত প্রশ্ন এড়াতেই তিনি পাঠান ছবির মুক্তির আগে পর্যন্ত বেশ কিছুদিন সংবাদমাধ্যমের সামনাসামনি হননি। তবে ছবির সাফল্যে তিনি সামনাসামনি হয়েছিলেন এক সাক্ষাতকারে, তবে সেখানেও ছিল বেশ কিছু নিষেধাজ্ঞা।

সম্প্রতি জানা গেছে একটি চ্যানেলের টক শোয়ে শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হলে তিনি প্রথমেই সাফ জানিয়ে দেন ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কোন রকম কোন সাক্ষাৎকার দেবেন না যে কারণে তিনি একপ্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে দর্শক এবং তার অগণিত যে ভক্তরা রয়েছে তারা তাঁকে শুধুমাত্র পর্দাতেই দেখুন এহেন ইচ্ছা প্রকাশে বাজিগরের অগণিত ভক্তদের যথেষ্টই মন খারাপ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments