সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল সতরঞ্জ কা হিরোজ অনুষ্ঠানটি, যে অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ই আই আই এল এম কলকাতা। এই অনুষ্ঠানের উদ্যোক্তা হলেন প্রবাদপ্রতিম দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। তাঁর উদ্যোগে এই রাজ্যের দশজন তরুণ দাবাড়ুকে সংবর্ধনা জানালো সর্বভারতীয় দাবা সংস্থা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্বরা যেমন বাংলার গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া সপ্তর্ষি রায় সন্দীপন চন্দ হকি অলিম্পিয়ান গুরুবক্স সিংহ রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং প্রাক্তন ক্রিকেটার সংম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মত ব্যক্তিত্বরা।
ই আই আই এল এম সংস্থা চেয়ারম্যান তথা ডিরেক্টর অধ্যাপক আর পি বন্দ্যোপাধ্যায় এই নব উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান বা উদ্যোগের পাশে থাকতে চান তিনি।তার জন্য সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। আগামী দিনে দাবাকে আরো উচ্চতর স্থানে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য কারণ দাবাই এমন একটি খেলা যেখানে মানুষের মাথা হাত এবং মন এই তিনটি একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এই তিনটি জিনিসকে আয়ত্তে রাখতে পারলেই জয় নিশ্চিত।
এছাড়াও তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন নিজেদের সন্তানদের প্রতি আরো একটু বেশি যত্নশীল হয়ে ওঠার জন্য কারণ প্রত্যেকটি সন্তানের মধ্যেই কিছু না কিছু সুপ্ত প্রতিভা থাকে আর বাবা মায়েদের উচিত সেই সুপ্ত প্রতিভা গুলির বিকাশ ঘটানো তাতে করে আগামী দিনে ভারতের অলিম্পিক জয়ের স্বপ্ন পূর্ণ হতে পারে। ই আই আই এল এম আগামী দিনে ক্রীড়া ক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থাও করতে চলেছে বাংলায়, যাতে করে ছাত্র-ছাত্রীরা চাইলেই স্পোর্টস ম্যানেজমেন্টে বিবিএ ডিগ্রিও করতে পারে। নিঃসন্দেহে এ এক ভালো উদ্যোগ, আগামী দিনে যা ভারতকে এক ধাপ এগিয়ে দেবে।