শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিদেশসিটি কিলার ধেয়ে আসছে পৃথিবীর দিকে, আশঙ্কা কতটা

সিটি কিলার ধেয়ে আসছে পৃথিবীর দিকে, আশঙ্কা কতটা

মহাকাশ বিজ্ঞানীদের মতে সিটি কিলার নামের একটি গ্রহাণু, যার আয়তন প্রায় ৪০ থেকে ১০০ মিটার এই গ্রহাণুটা একটি শহরকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এর আগে চাঁদ এবং শুক্র কাছাকাছি চলে আসার দৃশ্য দেখা গেছে শুক্রবার সন্ধ্যাবেলায়।

ফলে  আকাশের ব্ল্যাকবোর্ডে আচমকা একটি উল্টে যাওয়া চন্দ্রবিন্দু তৈরি হয়েছিল। শুক্রবার গোটা বিশ্ব এরকম একটি মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয়েছে, তবে এর মধ্যে জানা গেছে চলতি সপ্তাহের শেষে আরো একটি বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে।

পৃথিবীর কাছ দিয়ে একটি গ্রহানু চলে যাবে যার পোশাকি নাম ২০২৩ ডিজেড ২। এটি পোশাকি নাম হলেও হলেও একে ডাকা হচ্ছে “সিটি কিলার” নামে। এই গোটা বিষয়টি সম্পর্কে জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, তবে মহাকাশ বিজ্ঞানীদের মতে, এই গ্রহানুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ লাগার কোন সম্ভাবনা নেই।

এটি পৃথিবী এবং চাঁদের মাঝখান দিয়ে উড়ে যাবে এবং পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ১ লক্ষ ৬৮ হাজার দূর থেকে এই গ্রহাণু যাবে যার ফলেই গ্রহানুকের সন্ধ্যাবেলার আকাশে দেখা যাবে। শুক্রবার সন্ধ্যা বেলায় চাঁদ এবং শুক্রুকে একসঙ্গে দেখার পর গোটা বিশ্বজুড়ে সিটি কিলা্রের দর্শন নিয়ে এবার উত্তেজনা ছড়িয়েছে। তবে মহাকাশ বিজ্ঞানীদের মতে, সিটি কিলারের সঙ্গে এই দেখা কিন্তু শেষ নয়, এরপর ২০২৬ সালেও আবার তাকে দেখা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments