অত্যন্ত সুন্দরভাবে রবি শাস্ত্রী ভারতের ট্রফি না জেতার প্রশ্ন বান সামলালেন। তিনি উদাহরণস্বরূপ রাখলেন মহাভারতের শিখন্ডীর উদাহরণ, শিখন্ডী চরিত্রটির সাথে আমরা প্রত্যেকেই পরিচিত।এবার সেই শিখন্ডীকে সামনে রেখে ভীষ্মের বিরুদ্ধে পান্ডবদের যুদ্ধ আমাদের সকলেরই জানা। তেমনি তিনি শচীন এবং মেসিদের দাঁড় করালেন শিখন্ডীরূপে কারণ শচীনেরও ট্রফি না পাওয়ার দিকটা অত্যন্ত সুন্দর ভাবে বুঝিয়েছেন তিনি। ধৈর্য এটিই মূল মন্ত্র, ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। সাফল্য নিজে এসে ধরা দেবে।
তিনি বলেন, সচিন তাঁর ষষ্ঠ বিশ্বকাপে কাপ জিতেছিল। লিওনেল মেসি গত বছর অর্থাৎ ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছে। তাদেরও কত অপেক্ষা করতে হয়েছে কত ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, ২০১৩ সালে আইসিসি ট্রফি জিতেছিল। সেই শেষ তারপর থেকে একের পর এক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন ট্রফি বিশ্বকাপ ভারত খেললেও বারবারই তাকে ব্যর্থ হতে হয়েছে। যে সময়টা রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচ ছিলেন। ভারতীয় দলের অনেক চড়াই-উৎরাই পথের সাথী থেকেছেন তিনি। তিনি বলেন ভারতের পারফরম্যান্স ধারাবাহিকভাবে ভালোই হচ্ছে তাই আশাহত হওয়ার কোন কারণ নেই যেখানে শচীনরা ছয় বার খেলেছে বিশ্বকাপ জেতার জন্য সেখানে এত সহজে হার মেনে নেওয়ার কোন কারণ নেই।
বিগত ১০ বছরের হিসাব যদি দেখা যায় তাহলে আমরা দেখব ২০১৪ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলেছে ভারত এমনকি ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও একটিকেও জিততে পারেনি। কোথাও আবার ৫০ ওভারের বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ভারতকে কিন্তু খেলে যেতে হবে। অপেক্ষাই মূল মন্ত্র, বলা চলে ভারতীয় দলকে অক্সিজেন যোগাতেই রবি শাস্ত্রীর এই উক্তি।