বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে যে, ২৫ বছর ধরে চলা বিখ্যাত প্রশ্নোত্তরের অনুষ্ঠান কেবিসি অর্থাৎ কৌন বনেগা ক্রোড়পতি থেকে অবসর নিতে চলেছেন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন। আজ থেকে দীর্ঘ ২৫ বছর আগে এই রিয়্যালিটি শো-এর মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন অমিতাভ। তখন তার বয়স ছিল ৫৭ বছর। জানা যায় যে, সেই সময় তিনি প্রবল অর্থাভাবে জর্জরিত ছিলেন। তার একের পর এক ছবি ব্যর্থ হচ্ছিল। এরপর দেনার দায়ে বাড়ি বিক্রি করার মতো অবস্থা তৈরি হয়।
ওইসময় অমিতাভ এই শোয়ের প্রস্তাব পেয়ে আপন করে নিয়েছিলেন এবং এই রিয়্যালিটি শো-টি অমিতাভের সঞ্চালনায় আন্তর্জাতিক স্তরে পরিচিতি লাভ করে। এমনকি অমিতাভ এই শো-এর দৌলতে পুনরায় আর্থিক পরিস্থিতি উন্নত করেন। তিনি একাধিক জায়গায় জানিয়েছেন, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ তাঁর দ্বিতীয় সংসার। আর এখন সেই কাজ থেকেই নাকি তিনি অব্যাহতি চাইছেন। এই খবর শুনে অনুরাগীদের মন খুবই খারাপ। আসলে, সম্প্রতি অমিতাভ বচ্চনের একটি পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েপড়ে গোটা নেটপাড়ায়। পোস্টটিতে লেখা ছিল যে, “যাওয়ার সময়”।
পাশাপাশি তিনি লেখেন, আগের মতো আর তিনি সংলাপ মনে রাখতে পারছেন না। এমনকি তার শরীরও সঙ্গ দিচ্ছে না তাকে। এই পোস্ট দেখে অনেকে ধরে নেন যে, তিনি হয়তো এবার পাকাপাকিভাবে অবসর নেবেন। বিদায় নেবেন কৌন বনেগা ক্রোড়পতি থেকেও। যদিও অমিতাভ এখনো পর্যন্ত সরাসরি এই বিষয়ে কিছু জানাননি, তবে বলিউডে গুঞ্জন উঠেছে চরমে। অমিতাভ, এর আগে অনুষ্ঠানের ১৫তম পর্বেই আবেগঘন বিদায় জানিয়েছিলেন’। তিনি টেলিভিশন চ্যানেলের কর্তাকে তার বিকল্প খুঁজে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তবে এই অনুষ্ঠানের জন্য উপযুক্ত কাউকে না পাওয়ায় ১৬তম সিজন়েও অমিতাভকে দেখা যায়। তবে এটাই নাকি তার শেষ পর্ব বলে উঠেছে গুঞ্জন। এমনকি শোনা যাচ্ছে যে, অমিতাভের ছেড়ে যাওয়া হট সিটটিতে শাহরুখ খান কিংবা ঐশ্বর্যা রাই বচ্চনকে নেওয়া হতে পারে।