এবার বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ফাঁস করলেন তার পতিদেব রণবীর কাপুরের সঙ্গে আমির খানের শত্রুতার কারণ। এই মুহূর্তে একদিকে আমির খান তার প্রযোজিত এবং অভিনীত ‘সিতারে জমিন পর’ সিনেমাটির মুক্তি নিয়ে ব্যস্ত। অপরদিকে, রণবীর, সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটির প্রস্তুতি শুরু করেছেন। এরই মাঝে গত মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী বলেন, ‘‘আমি এটা দীর্ঘ দিন ধরে আপনাদের দেখানোর অপেক্ষায় ছিলাম। আমার দুই প্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে, তা-ও একে অপরের বিরুদ্ধে।’’
এরপর তিনি পোস্টারে আমির এবং রণবীরের ছবি দেখান, যেখানে আমির ও রণবীরের নামের প্রথম অক্ষর ব্যবহার করে লেখা রয়েছে, ‘একে ভার্সেস আরকে’। এর পাশাপাশি আরো লেখা রয়েছেযে, ‘‘বছরের সবচেয়ে বড় শত্রুতা।’’ অনুমান করা হচ্ছে একসঙ্গে জুটি বাঁধতে চলেছে দুই সুপারস্টার যথাক্রমে আমির ও রণবীর। জানা গেছে যে, সিনেমাটি পরিচালনা করবেন ‘দঙ্গল’ খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি। যদিও এর আগে আমির খানের ‘পিকে’ সিনেমাতে ক্যামিয়ো চরিত্রে রণবীর কপূরকে দেখা গেছিল। রণবীর ঘরনির করা পোস্ট থেকে অনুরাগীদের মধ্যে কৌতূহল জেগেছে যে, তা হলে কি আমির এবং রণবীর একসঙ্গে কোনো সিনেমাতে জুটি বাঁধছেন?
একদিকে অনুরাগীদের মধ্যে যেমন আনন্দের বন্যা বইছে, অপরদিকে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। যদিও আলিয়া নতুন কাজটি নিয়ে বিশদে কিছু জানাননি, তবে সূত্র অনুযায়ী, সম্ভবত কোনো নতুন বিজ্ঞাপনী সিনেমাতে একসঙ্গে কাজ করতে পারেন দুই অভিনেতা। এখন অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা যে, আমির এবং রণবীর শেষ পর্যন্ত দর্শকের সামনে কীভাবে হাজির হন।