২০১৫ এবং ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ জয়লাভ করেছিল ক্রিকেট বিশ্বকাপে। এবারের বিশ্বকাপে মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। এবছর কি আগের সেই পুনরাবৃত্তি হবে তা জানা যাবে খেলার শেষে কিন্তু খেলার আগেই বাংলাদেশ শিবিরে উড়ে এলো একটি সুখবর।
সম্ভবত চোটের কারণে আগামী মঙ্গলবার বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন না ক্রিকেটার বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও তিনি অংশগ্রহণ করেননি। অলরাউন্ডার এই খেলোয়াড় শুধুমাত্র ব্যাটিং করবেন এ বছর। যদিও ব্যাটিং করেও তিনি যে কোন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ক এই প্রসঙ্গে বলেছেন, ইতিমধ্যেই নেটে বোলিং শুরু করেছেন আমাদের ক্রিকেটার ষ্টোকস। তিনি পুরোপুরি ফিট হননি ঠিকই কিন্তু নেটে এখনই তিনি সক্রিয়। তবে মঙ্গলবারের খেলায় উনি খেলতে পারবেন না।
অধিনায়ক আরো জানিয়েছেন, বিশ্বকাপের শুরুতেই যদি এমন অলরাউন্ডার চোট পেয়ে যান তাহলে সমস্যা বাড়তে পারে তাই আপাতত এই ক্রিকেটারকে বিশ্রাম করানোর পক্ষেই ইংল্যান্ডের অধিনায়ক। ধরমশালার আউটফিল্ড দেখে আরোই আমরা এই ঝুঁকি নিতে পারছি না।
ধরমশালার আউটফিল্ড সম্পর্কে কথা বলতে গিয়ে ক্রিকেট অধিনায়ক বলেন, আমার মতে ধরমশালার আউটফিল্ড জঘন্য। আমাদেরকে সতর্কভাবে ফিল্ডিং করতে বলা হচ্ছে। সতর্কভাবে কখনোই খেলা যায় না। রান আটকানোর জন্য আমাদের বারবার মাঠে ঝাঁপিয়ে পড়তে হয় কিন্তু তখন যদি সতর্ক থাকতে হয় তাহলে মন দিয়ে খেলা যায় না। এখানে আইপিএল এর ম্যাচ খেলেছিলাম কিন্তু তখন এত খারাপ অবস্থা ছিল না।