রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeকলকাতানিয়োগ মামলায় জেরা রুজিরাকে, সাড়ে ৮ ঘণ্টা পর বেরোলেন তিনি

নিয়োগ মামলায় জেরা রুজিরাকে, সাড়ে ৮ ঘণ্টা পর বেরোলেন তিনি

টানা ৮ ঘন্টা তদন্তকারীদের জেরা সামলাতে হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার সকাল ১০:৫৭ মিনিটে তিনি প্রবেশ করেছিলেন ইডির দপ্তরে এবং বেরিয়ে এলেন সন্ধ্যা ৭ টা ৩১ মিনিটে অর্থাৎ টানা ৮ ঘণ্টা তিনি ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন।

সিজিও থেকে বেরিয়ে তিনি গেটের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে উঠে বেরিয়ে যান। গাড়ির জানলার কাঁচ তোলা ছিল তাই রোজ রাতে কোন প্রশ্ন করা যায়নি সংবাদ মাধ্যমের তরফ থেকে। অস্পষ্ট ভাবে বোঝা যায় তিনি পিছনের আসনে বসে আছেন বিধ্বস্তভাবে।

এই প্রথম অভিষেক পত্নী রুজিরাকে ডেকে পাঠায় ইডি। গত সপ্তাহে ইডির তরফ থেকে সমান পাঠানো হয় অভিষেকের স্ত্রীর কাছে। তখন থেকেই রুজিরা সিজিও তে আসবেন কিনা তা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রুজিরা আসেন তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য।

সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ইডির দফতরে আসার কথা ছিল রুজিরার, সময় মতোই সেখানে পৌঁছে যান অভিষেক পত্নী। অভিষেক পত্নীর সিজিও কমপ্লেক্স এ আসার আগেই কমপ্লেক্সের বাইরে নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়। গাড়ি চলাচলে টানা হয় রাশ।

এর আগে ঠিক চার মাস আগে ইডির দপ্তরে ডাকা হয়েছিল রুজিরাকে। সেটি ছিল কয়লা পাচার সংক্রান্ত তদন্তের সূত্রে। টানা তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেক পত্নীকে। বুধবার জিজ্ঞাসা করা হলেও টানা সাড়ে আট ঘন্টা। তবে এই জিজ্ঞাসাবাদের মধ্যেই রুজিরা, কোন বেফাঁস মন্তব্য করেছেন কিনা তা এখনো জানা যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments