শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeদেশসিনেমা ‘স্পেশাল ২৬’ দেখে ছয় চোর ঢুকল প্রাক্তন কর্তার বাড়িতে

সিনেমা ‘স্পেশাল ২৬’ দেখে ছয় চোর ঢুকল প্রাক্তন কর্তার বাড়িতে

মুম্বাইয়ে ঘটলো এক অভিনব চুরির ঘটনা। চুরির এই ঘটনাটি অক্ষয় কুমারের অভিনীত বলিউডের জনপ্রিয় ছবি “স্পেশাল ২৬” এর ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে চোর চুরি করে। এক অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের বাড়ি তদন্তকারী আধিকারিক সেজে কায়দা করে চুরি করে নিয়ে গেল লক্ষাধিক টাকা।

এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বাড়িতে ২১শে জুলাই চুরি করে নিয়ে গেল প্রায় ৩৬ লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় পুলিশ। খবর সূএে জানা যায় চোরের ওই দল ওই সরকারি কর্মকর্তা কান্তিলাল যাদবের বাড়িতে ঢুকে নিজেদেরকে দুর্নীতি দমন শাখার আধিকারিক বলে পরিচয় দেন।

কান্তি লালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এমনই দাবি করে গোটা বাড়ি তল্লাশী চালায়। এমনকি কান্তিলাল এবং তার স্ত্রীর মোবাইল ফোন ও কেড়ে নেওয়া হয় এবং জানানো হয় তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে কেউ যেতে পারবে না।

এরপরই আলমারি খুলে প্রায় ২৫ লক্ষ টাকা সাথে সোনার আংটি, ব্রেসলেট, চেন বের করে আনেন। এছাড়াও কয়েকটি হীরের গয়না এবং মূল্যবান ঘড়ি ও তারা বাজেয়াপ্ত করেন। এরপরেই তদন্তকারী আধিকারিকেরা তাদের বাড়ি থেকে চলে যাওয়ার পরই কান্তি লাল পুলিশকে খবর দেন যার পরে পুলিশ এসে তদন্ত শুরু করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments