মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeখেলাক্রিকেটএক দিনের বিশ্বকাপের টিকিট এবার ঘরে বসেই কাটা যাবে, জানুন কিভাবে

এক দিনের বিশ্বকাপের টিকিট এবার ঘরে বসেই কাটা যাবে, জানুন কিভাবে

যারা বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখতে পছন্দ করেন তারা তো টিকিট কেটে অবশ্যই খেলা দেখতে যান। তবে টিকিট পেতে এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ ১০ই আগস্ট থেকে শুরু হবে টিকিট বিক্রি। তবে টিকিট বিক্রি হওয়ার আগে অবশ্যই বিশ্বকাপের সূচিতে বদল ঘটতে পারে।

যে যে রাজ্যে বিশ্বকাপের ম্যাচ হবে সেখানে টিকিটের দাম কত হবে সে বিষয়ে জানতে চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ব্যাপারে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, ভারত এবং পাকিস্তানের ম্যাচের দিন অবশ্যই বদল হবে। এছাড়াও আরো কয়েকটি ম্যাচের দিন বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। সমস্ত পরিবর্তন হয়ে গেলেই টিকিট বিক্রি করা শুরু হয়ে যাবে।

তবে, এইবারে টিকিট অনলাইনের মাধ্যমেও সংগ্রহ করা যাবে। তবে এই টিকিট দেখিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। চলতি বছরে বিশ্বকাপ শুরু হবে ৫ই অক্টোবর থেকে। ফাইনাল বিশ্বকাপ হবে ১৯ শে নভেম্বর। জয় শাহ জানিয়েছেন, আপাতত তিনটি দেশ আইসিসিকে সূচি পরিবর্তনের কথা বলেছে।

সময় এবং দিন দুটি পরিবর্তন হবে, তবে মাঠ কিন্তু পরিবর্তন করা হবে না। কোন ম্যাচের মধ্যে যদি ছয় দিনের ব্যবধান থাকে তবে সেটা কমিয়ে আনা হবে চার অথবা পাঁচ দিন। ১৫ ই অক্টোবর হবে ভারত পাকিস্তান ম্যাচ ঐদিন চলবে নবরাত্রি উৎসব। তাই জানানো হয়েছে এই দিনের ম্যাচ পরিবর্তন হতে পারে এবং এই ম্যাচ হতে পারে ১৪ই অক্টোবর। এই দিনের ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিক্রি হওয়া শুরু হয়ে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments