আজ অর্থাৎ মঙ্গলবার আরো কিছুটা শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। তবে এখনো তাকে বাইপ্যাপ সাপোর্ট দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসক এবং ঘনিষ্ঠদের সূত্র থেকে জানা গেছে, আপাতত নিজে থেকেই শ্বাস-প্রশ্বাস চালাতে পারছেন বুদ্ধদেব বাবু।
শনিবার যখন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন যেমন শারীরিক অবস্থা ছিল তার থেকে অনেকটাই উন্নতি ঘটেছে এখন। চিকিৎসকরা জানিয়েছেন, এখন আরো অনেকক্ষণ একটানা বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছে না। মাঝে মাঝেই তা খুলে দেওয়া হচ্ছে। সেই সময়টুকু তিনি নিজে থেকেই শ্বাস-প্রসার চালাচ্ছেন। বুদ্ধবাবুর সঙ্গে রাতে ছিলেন দীর্ঘদিনের সঙ্গী তপনবাবু, বুদ্ধবাবু তখন বাবুর সঙ্গেও রাতে কথা বলেছেন।
বুদ্ধ দেব বাবুর সোডিয়াম পটাশিয়াম রিপোর্ট চিকিৎসকের হাতে এসেছে যা থেকে জানা গেছে এখন চিন্তা আর কোন কারণ নেই। শরীরে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক নিতে সক্ষম। তবে এতদিনের এন্টিবায়োটিকের ফলে কিছুটা প্রভাবিত হয়েছে কিডনি, যার লক্ষণ ফুটে উঠেছে ক্রিয়টিনিন রিপোর্টে।
চিকিৎসকদের সূত্র থেকে জানা গেছে, শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো বুদ্ধবাবু নিজে থেকে খাচ্ছেন না। রাইস টিউব দিয়েই খাবার প্রবেশ করানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শরীরে। খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে যাবেন বলে আশা করছেন চিকিৎসকরা।