সারা বছরই আমাদের ত্বকে নানারকম সমস্যা হয় যেমন কখনো কখনো দেখা যায় ঘামাচির মত নানা সমস্যা। কিন্তু ত্বকের এমন অনেক সমস্যা রয়েছে যেগুলো যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু হতে পারেন ভবিষ্যতে মারাত্মক সমস্যা। প্রদাহ অনেক সময় নিতে পারে ক্যান্সারের আকার। ত্বক বিশেষজ্ঞদের মধ্যে সারা বছরই ত্বকের যত্ন নেয়া উচিত, তবে বর্তমান জীবনে প্রত্যেকেই ব্যস্ত থাকার কারণে ত্বকের যত্ন সেভাবে নেওয়া হয় না। কিন্তু অনেকে আবার ত্বকের যত্ন বাড়িতে নেন তো কখনো পার্লারে গিয়ে। এবার আসুন জেনে নিয়েই প্রতিবেদনের মাধ্যমে যে ত্বকের ক্যান্সারের মূল লক্ষণগুলি আসলে কি কি।
১. ঘাড় মুখের কোন অংশ অথবা কানে যদি বাদামি কালো অথবা গাঢ় নীল কোন দাগ থাকে তবে কিন্তু সেটি ক্যান্সারের লক্ষণ হতে পারে।
২. ত্বকের মধ্যে মোমের মত কোন সাদা রংয়ের মাংসপিণ্ড, যেটি আস্তে আস্তে বৃদ্ধি পায় সেটিও কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে।
৩. কোন ক্ষত যেখান থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
৪. শরীরে যে কোন অংশে কোন দাগ যেখানে ব্যথা অথবা চুলকানি হয়।
এবার আসুন জেনে নি ত্বকের ক্যান্সার প্রতিরোধে কি কি করতে হবে।
১. সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, যেটি শরীরের জন্য খুবই দরকারী। তবে অবশ্যই সূর্যের তীব্র আলো থেকে নিজেকে বাঁচিয়ে চলুন।
২.শীতকালে নয় সঙ্গে গরমকালেও যদি বাড়ি থেকে বেরোন রোদের মধ্যে তবে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করুন।
৩. ত্বকে কোন অবাঞ্ছিত দাগ অথবা মাংসপিণ্ডের আবির্ভাব যদি হয় তবে সময় নষ্ট না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।