মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeকলকাতামুঙ্গের থেকে গ্রেফতার হাওড়ায় রামনবমীর মিছিলে বন্দুকধারী যুবক

মুঙ্গের থেকে গ্রেফতার হাওড়ায় রামনবমীর মিছিলে বন্দুকধারী যুবক

রামনবমীকে কেন্দ্র করে হাওড়ার পাশাপাশি বিভিন্ন জায়গার বিক্ষিপ্ত অশান্তির চিত্র সোশ্যাল মিডিয়ার ফুটে উঠেছে। একদিকে যেমন উত্তপ্ত হয়ে রয়েছে শ্রীরামপুর তেমনি অন্যদিকে হাওড়াও পিছিয়ে নেই। অবশেষে গ্রেপ্তার হওয়া গেল অভিযুক্ত সুমিত সাউকে, যার বয়স মাত্র ১৯ বছর। তিনি হাওড়ার মালি পাঁচঘড়ার থানার অন্তর্গত শম্ভু হালদার লেনের বাসিন্দা।

হাওড়ায় রামনবমীর দিন মিছিলে সুমিতকে নাচতে দেখা গিয়েছিল। তাঁর হাতে ছিল বন্দুক, তদন্ত নেমে পুলিশ জানতে পারে সুমিত তাঁর বিহারের মুঙ্গেরের আত্মীয়র বাড়িতে আত্মগোপন করে রয়েছে। সেইমতো হাওড়া পুলিশের গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করেছে বিহারের মুঙ্গের থেকে। সুমিত হল সেই যুবক যিনি হাওড়ার রামনবমীর মিছিলে বন্ধুক হাতে নাচতে দেখা গিয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়া ভাইরালও হয়েছিল ব্যাপকভাবে যদিও সেই দৃশ্য দেখে সোশ্যাল নেটিজেন্ডরা অনেকেই ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছেন।

আগামী দিনে বড়ই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি আমরা। এ কথা অনস্বীকার্য। এই ভিডিওটি ইতিমধ্যেই টুইট করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার সুমিতকে আদালতে তোলা হবে। সমস্ত বিষয়টির তদন্তে নেমেছে সিআইডি। রামনবমীকে কেন্দ্র করে সমগ্র রাজ্য ও রাজনীতি যে উত্তপ্ত তা বর্তমান সমাজের চিত্রই স্পষ্ট করছে। বিভিন্ন জায়গায় ঘটেছে অশান্তির ঘটনা। ইতিমধ্যেই হাওড়া পুলিশ গোয়েন্দা শাখা সিআইডির হাতে তুলে দিয়েছেন সুমিতকে। আগামী বুধবারই আদালতে পেশ করা হবে তাঁকে এবং এই মামলা সম্পর্কে আরো কত নতুন তথ্য বেরিয়ে আসে সেটার দিকে নজর থাকবে আমাদের সকলেরই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments