শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeপ্রযুক্তিউড়ে গেল টুইটারের নীল পাখি, বদলে এল সারমেয়র মুখ?

উড়ে গেল টুইটারের নীল পাখি, বদলে এল সারমেয়র মুখ?

প্রায় ১৭ বছর বছর পর বদলে গেল টুইটারের লোগো। নীল রঙের পাখি এবার আর নেই এবার দেখা যাচ্ছে টুইটারে লোগোতে বাদামি রঙের এক সারমেওর ছবি। টুইটারের কর্তা ইলন মাস্ক এই নতুন লোগো ছবি শেয়ার করেছেন মাইক্রো ব্লগিং সাইটে। সোমবার টুইটার খুললেই দেখা যাচ্ছে এই নতুন লোগো।

হোমপেজ থেকে নীল পাখি একদম উড়ে গেছে। পাখির জায়গায় দেখা যাচ্ছে শিবা ইনু প্রজাতির একটি কুকুর তবে এই কুকুরটি কিন্তু নেট জগতে বেশ জনপ্রিয়।

ডগি কয়েন নামের একটি ক্রিপ্টো কারেন্সির লোগো হিসেবে এই কুকুরের ছবি ব্যবহার করা হয়। এই নতুন লোগো নিয়ে জল্পনা শুরু হওয়ার সাথে সাথেই মাঠে নামেন ইলন। তিনি একটি ছবি টুইট করেন এবং সেখানে দেখা যায় টুইটারের পরিচয় পত্র পরীক্ষা করছেন একজন পুলিশ কর্মী, কিন্তু তিনি নীল পাখির ছবিটি দেখে চিনতে পারছেন না। তার ভুল ভাঙ্গে এ টুইটারে নয়া লোগোটি শেয়ার করে তিনি লেখেন,” ওটা আসলে হলো পুরনো ছবি”।

এলন আরও একটি টুইট করেন এক টুইটার ব্যবহারকারীর সঙ্গে পুরনো কথোপকথনের কিছু ছবি তিনি ভাগ করে নেন। দেখা যায় একজন টুইটার ব্যবহারকারী ইলনকে বলছেন ,”টুইটার কিনে পাখির লোগোটির বদলে একটি ডগির ছবি লাগান” ।

ইলন তখন বলেন,” হ্যাঁ এটার অবশ্যই দরকার আছে”। টুইটারের কর্তা এই বার্তালাপের একটি ছবি শেয়ার করে সেখানে লেখেন,” কথা রাখলাম”।

তবে বর্তমানে মোবাইলে থেকে টুইটার খুললে সে পুরনো লোগা দেখা যাচ্ছে। ল্যাপটপ কিংবা ডেক্সটপ থেকে যদি টুইটার খোলা হয় তবেই দেখা যাচ্ছে নতুন লোগো। এখন প্রশ্ন উঠছে যে কেন অন্য সংস্থার লোগো এরকম ব্যবহার করছেন ইলন? টুইটারে লোগো বদলে দেওয়ার পরপরই ডগি কয়েনের বাজার দর এখন বেড়ে গেছে প্রায় ৩০ শতাংশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments