রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Homeবিদেশইউক্রেন ফেলল ক্লাস্টার বোমা

ইউক্রেন ফেলল ক্লাস্টার বোমা

শুরু হয়েছে বিতর্ক, বিধ্বংসী যুদ্ধাস্ত্রের ব্যবহারে, যা ব্যবহার করেছে ইউক্রেন। ইউক্রেন ব্যবহার করেছে আমেরিকার দেওয়া ক্লাসের বোমা। তাই তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে প্রচুর কিন্তু একসময় ইউক্রেনের ছবি আমরা দেখেছি। রুশ বাহিনীর আক্রমণে চরম পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছিল ইউক্রেন বাসিকে। ক্রেমলিনের অবস্থাও ভালো নয়।

এবার রুশ বাহিনীকে একরকম ছত্রভঙ্গ করে দেবার ছক কষেই কাস্টার বোমা ফেলার পরিকল্পনা ইউক্রেনের কিন্তু এ ধরনের বিধ্বংসী যুদ্ধাস্ত্রের ব্যবহারে প্রাণহানি হওয়ার আশঙ্কা প্রবল। তাই এই বোমা ব্যবহারে নিষিদ্ধতা আছে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডন সেটি ইউক্রেনে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। আইনের ফাঁক গলে তা পৌঁছে যায় ইউক্রেনে।

তবে এর জেরে বাইডনের প্রতি ভীষণ ক্ষুব্ধ কিছু ডেমোক্র্যাট। তাঁরা বাইডলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এমনকি মানবাধিকার সংগঠনগুলিও ক্ষোভ প্রকাশ করেছেন। যার ফলে ইউক্রেনের তরফ থেকে জানানো হয় তাঁরা এই নিষিদ্ধ অস্ত্রটি কেবলমাত্র প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করবেন না। শত্রুদের মোকাবিলা করার জন্য উপযুক্ত জবাব দিতেই তাদের এই বোমা বিস্ফোরণ। আগামী দিন এর অযথা ব্যবহার করা হবে না বলেই জানিয়েছেন তাঁরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments