আগামী শুক্রবার ২১শে জুলাইয়ের জন্য চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। সরকারি বেসরকারি সমস্ত বাসই এখন তুলে নেয়া হয়েছে। একই চিত্র জেলাতেও বেলা বাড়ার সাথে সাথে নিত্যযাত্রীদের লম্বা লাইন চোখে পড়ছে বাস টার্মিনাসে অথচ বাসের দেখা নেই। সমস্ত বাসই নাকি তৃণমূলের ২১শে জুলাইয়ের সমাবেশের জন্য তুলে নেয়া হয়েছে বলে জানা গিয়েছে।
যাত্রীদের নাজেহালের চিত্র ধরা পরল হাওড়া স্টেশন সংলগ্ন বাস টার্মিনাসে। ক্ষোভ উগড়ে দিলেন একাধিক নিত্যযাত্রীরা। তবে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এদিন সমস্ত নিত্য যাত্রীদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিয়েছেন তাদের এই হেন অসুবিধার জন্য। সদ্য পঞ্চায়েত ভোটে জিতে ছেন শাসক শিবির। তারপরেই এহেন ২১শে জুলাইয়ের সমাবেশ নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবারের ধর্মতলার সমাবেশে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বদা তৎপর রয়েছে কিন্তু আদৌ কতটা সামাল দিতে পারবেন তা নিয়ে রয়েছে সংশয়।
গতকাল নিউটাউন গড়িয়াহাট দমদম নাগেরবাজার ডায়মন্ড হারবার রোডে বাস চলাচল বন্ধ থাকবে। ইএম বাইপাস সল্টলেক এবং সোনারপুর রুটে কিছু অল্প সংখ্যক বাস চলার সম্ভাবনা রয়েছে। তবে বাস চালানোর জন্য কর্মী আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। তবে এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামীকালই।