মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeবিনোদন২৫ বছর পরে জনসমক্ষে কোন ভুলস্বীকার করলেন করন জহর?

২৫ বছর পরে জনসমক্ষে কোন ভুলস্বীকার করলেন করন জহর?

সম্প্রতি ২৫ বছর বিনোদন জগতে পূর্ণ করলেন পরিচালক করন জোহর। এই বিশেষ মাইলফলক উদযাপন করার জন্য প্রায় সাত বছর পর পরিচালকের চেয়ারে আরো একবার দেখা গেল করন জোহরকে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। রকি ও রানী কি প্রেম কাহানি। রণবীর সিংহ এবং আলিয়া ভাট অভিনীত এই সিনেমা নিয়ে এখন চর্চা তুঙ্গে। কিন্তু এরই মধ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিজের জীবনের সবথেকে বড় ভুল স্বীকার করলেন করন জোহার।

১৯৯৮ সালে কুচ কুচ হোতা হে, সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন করেন জোহার। এই সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল এবং রানি মুখার্জি। সিনেমায় রাহুল অঞ্জলি এবং টিনার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন তারকারা। বন্ধুত্ব এবং প্রেমের অন্যরকম সমীকরণ দেখা গিয়েছিল এই সিনেমায়।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এই সিনেমা নিয়ে কথা বলতে গিয়েই করন জোহার বলেন, সিনেমায় প্রথমে টিনার প্রেমে পড়ে রাহুল। তখন অঞ্জলি শুধুই তার বন্ধু ছিল। কিন্তু টিনার মৃত্যুর পর হঠাৎ করে অঞ্জলির প্রেমে পড়ে যায় রাহুল। কিন্তু এমনটা হওয়া উচিত ছিল না। রাহুল বরাবর বিশ্বাস করতো, মানুষ একবার বাঁচার সুযোগ পায় আর একবার মৃত্যুর সম্মুখীন হয়। একবার প্রেমে পড়ে আর বিয়েও একবার করে। এই অবস্থায় কি করে টিনার মৃত্যুর পর সেই অঞ্জলির প্রেমে পড়ে যায়? সিনেমায় রাহুল নিজেই নিজের কথা ভুল প্রমাণ করে।

প্রসঙ্গত, আলিয়া ভাট এবং রণবীর সিংহ অভিনীত রকি ও রানী কে প্রেম কাহানি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন চূর্ণী গাঙ্গুলী এবং টোটা রায়চৌধুরীর মত একাধিক বাঙালি অভিনেতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments