নিজস্ব প্রতিবেদন , কলকাতা : বেলঘড়িয়া জনকল্যাণ সমিতির পক্ষ থেকে নববর্ষে অর্থাৎ গত ১৫ ও ১৬ এপ্রিল একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। বেলঘড়িয়া ১৭ পল্লীর মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। বেলঘড়িয়া জনকল্যাণ সমিতির লক্ষ্য ছিল এলাকার সমস্ত যুবক ক্রীড়া প্রেমিকদের একত্রিত করে একটি ক্রিকেট টুর্নামেন্ট করার।
এই অস্বস্তিকর দাবদাহ তেও বাঙালির খেলার উন্মাদনাকে বাঁচিয়ে রেখে এই টুর্নামেন্টে মোট আটটি দল যোগদান করে। টুর্নামেন্টের সব দলকে পেছনে ফেলে বিজয়ী হয় উত্তরণ কালচার এসোসিয়েশন দল। এবং রানার আপ হয় সোমনাথ নাইন।