রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeকলকাতাডেঙ্গি প্রতিরোধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাজ্য সরকার

ডেঙ্গি প্রতিরোধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাজ্য সরকার

বর্ষাকাল শুরু না হতে হতেই আরো একবার ডেঙ্গির উপদ্রব দেখতে পাওয়া গেল সর্বত্র। রোগ প্রতিরোধে এবার তাই প্রথম থেকেই কড়া পদক্ষেপ নিতে চাইছে সরকার। কলকাতা বিভিন্ন জায়গায় নোংরা জমা জল নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন প্রকাশ করেছে প্রশাসন। শুরু হয়ে গেছে জল পরিষ্কারের কাজ।

কিছুদিন আগেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য স্বাস্থ্য ভবনে বৈঠক বসেছে উচ্চপদস্থ কর্মকর্তাদের যেখানে ডেঙ্গি পরিস্থিতি এবং মোকাবিলা এই দুই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপার এবং অধ্যক্ষরা।

সূত্রের খবর অনুযায়ী, কলকাতা, নদীয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ বোলপুর সহ বেশ কিছু জায়গা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ইতি মধ্যেই ডেঙ্গুর প্রকোপে বেশ কয়েকজন মানুষের মৃত্যু ঘটেছে। বিভিন্ন শহরের স্বাস্থ্যকর্মীরা জমা জল সরানো এবং মশার লাভা নষ্ট করার কাজ শুরু করে দিয়েছেন, যাতে ডেঙ্গুর প্রকোপ আর বেশি বৃদ্ধি না পায়। ডেঙ্গুর প্রকোপ আটকানোর জন্য কলকাতা পৌরসভার ১৪৪ টি ওয়ার্ডের পুরো প্রতিনিধিদের পথে নেমে কাজ করতে আবেদন জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments