আলিপুর আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাসে অস্বস্তি আরো কিছুটা বাড়ালো সাধারণ মানুষের। চৈত্র মাসেই যেভাবে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আগামী সপ্তাহেই কোথাও কোথাও তাপপ্রবাহ হবার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির কোন পূর্বাভাস তাঁরা দিতে পারেননি। বরঞ্চ অস্বস্তি আরো কিছুটা বাড়িয়ে গরম বাড়বে বলেই জানিয়েছেন তাঁরা।
আগামী সোমবার থেকেই তাই লাল সতর্কতা জারি করেছেন হাওয়া অফিস। যে সমস্ত জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল দক্ষিণ দিনাজপুর, উত্তর মালদহ ও দক্ষিণবঙ্গের কিছু জেলা। আগামী ১০ই এপ্রিল থেকে ১৪ই এপ্রিল তাই মানুষকে সতর্ক থাকতে বলেছেন এবং বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে কারণ যে শুষ্ক গরম পড়তে চলেছে তাতে বয়স্ক থেকে শিশু প্রত্যেকেরই সমস্যা হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই গরমে আমরা কেউই অভ্যস্ত নই এই শুষ্ক গরমেই হিট স্ট্রোকের মতো সম্ভাবনা হয়ে থাকে। তাই সমস্ত রাজ্যবাসীকে সতর্কবার্তা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আগামী ১০ই এপ্রিল থেকে ১৫ ই এপ্রিল সকলকেই আরো বেশি সতর্ক থাকতে বলা হয়েছে কারণ এপ্রিলের শুরু থেকেই একপ্রকার গরমে নাস্তানাবুদ হয়ে পড়েছে সমস্ত রাজ্যবাসী। পরিসংখ্যান যা বলছে তাতে আজ অর্থাৎ বৃহস্পতিবার ঠিক দুপুর আড়াইটার সময় তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৩৮.২° সেলসিয়াস, সল্টলেকের তাপমাত্রা ছিল ৭৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনগর ও আসানসোলের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির কাছাকাছি। তাই এমতাবস্থায় পরিস্থিতি যথেষ্টই গুরুগম্ভীর।