শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeখেলাক্রিকেটআইপিএলে হঠাৎ ভারত-পাকিস্তান লড়াই! ধোনিদের সতর্কবার্তা রাজ্যসভার সাংসদের

আইপিএলে হঠাৎ ভারত-পাকিস্তান লড়াই! ধোনিদের সতর্কবার্তা রাজ্যসভার সাংসদের

মুম্বাইয়ের ক্রিকেটপ্রেমীদের মধ্যে যে উত্তেজনা চোখে পড়েছে তাতে বলার অপেক্ষা রাখে না যে মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে গত শনিবার মুখোমুখি হয়েছে দুই মহারথী দল, তার একটি হল মুম্বাই ইন্ডিয়ান্স এবং অপরটি চেন্নাই সুপার কিংস। দুই দলই একবার নয় ন বার ট্রফি জিতেছে যে কারণে এই ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পেয়েছি আমরা।

এই ম্যাচের উত্তেজনা ভারত-পাক ম্যাচের উত্তেজনার চেয়ে কিছু কম যায় না। গতবারের আইপিএলের দিকে চোখ রাখলে দেখা যায় এই দুটি দলই পয়েন্টের হিসাবে তালিকার শেষ দুই স্থানে ছিল কিন্তু দুটো দলই শক্তিশালী দল। স্টেডিয়ামের সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল অনেক আগেই, তবে এই ম্যাচ নিয়ে হরভজন সিংয়েরও একই মন্তব্য যে ভারত পাকিস্তানের ম্যাচের কথা তাঁরও মনে পড়ছে। তিনি এই দুটি দলের হয়েই আইপিএলে অফ স্পিনার বোলার হিসাবে খেলেছেন যে কারণে তাঁর দুই দল সম্পর্কেই যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ক্রিকেটারদের পাশাপাশি রাজ্যসভার সাংসদরাও এই ম্যাচ নিয়ে ভীষন উত্তেজিত। তাঁরাও আশা রেখেছিলেন রোহিত শর্মা ভালো স্কোর নিয়ে এমনকি সূর্য কুমার যাদবের ভালো পারফরম্যান্স নিয়ে ।

ঘরের মাঠে মুম্বাইকে হারানো মুখের কথা নয় বলেই মনে করছেন তাঁরা। তবে অপরদিকে চেন্নাই সুপার কিংসকেও হালকাভাবে নিচ্ছেন না হরভজন সিং। তাদেরও যথেষ্ট শক্তিশালী ব্যাটিং শক্তি রয়েছে, তাঁরাও যথেষ্ট টক্কর দেবার ক্ষমতা রাখে। তবে এই প্রসঙ্গে হরভজন সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেন তা হলো, এমন চাপের ম্যাচে যে ভালো পারফরম্যান্স করতে পারবে সে যে একজন বড় মাপের ক্রিকেটার তা স্পষ্ট হয়ে যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments