শুক্রবার ৮ই নভেম্বর দুপুর পৌনে ১টা নাগাদ এক ব্যক্তি, শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনে ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার জেরে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ওই ব্যক্তিকে উদ্ধার করতে লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হয় মেট্রো কর্তৃপক্ষকে।
ঘটনার জেরে প্রায় ৪৫ মিনিট ধরে দমদম থেকে সেন্ট্রাল স্টেশন পর্যন্ত পরিষেবা থাকে। চরম ভোগান্তির মুখে পড়তে হয় সকল মেট্রো যাত্রীদের। এরপর দুপুর ১টা ২৭ মিনিটে মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়, তবে, পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগে। জানিয়ে রাখি, মেট্রোলাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা নতুন নয়। এর আগেও চলতি বছরের ১৪ই অক্টোবর শোভাবাজার স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং সেই ঘটনার জন্য ৩০ মিনিট মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল।
এমনকি চলতি বছরের ২৩শে অক্টোবর চাঁদনি চক মেট্রো স্টেশনেও এই একই ঘটনা ঘটে, যার জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয় এবং সকল যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। প্রসঙ্গ উল্লেখ্য, মেট্রো কর্তৃপক্ষ সম্প্রতি মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা রুখতে কালীঘাট স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে কিছু গার্ডরেল বসিয়েছেন, কিন্তু ইছু নিত্যযাত্রী জানিয়েছেন যে, দুইটি গার্ডরেলের মধ্যে যা ব্যবধান রয়েছে, তাতে আত্মহত্যার চেষ্টা ঠেকানো সম্ভব নয়।