বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeবিনোদনবলিউড ভাইজান সালমান খান, পেলেন এক সপ্তাহে দ্বিতীয় বার খুনের হুমকি

বলিউড ভাইজান সালমান খান, পেলেন এক সপ্তাহে দ্বিতীয় বার খুনের হুমকি

বলিউড ভাইজান সালমান খান এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার খুনের হুমকি পেয়েছেন। জানা গেছে যে, গত সোমবার রাতে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটসঅ্যাপে খুনের হুমকি বার্তা আসে। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। কোথা থেকে এহেন বার্তা এসেছে, আনমোল বিশ্নোই আদৌ সেই বার্তাটি পাঠিয়েছেন কিনা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এর আগে গত ৩০শে অক্টোবর সালমানকে খুন করার জন্য মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে হুমকিবার্তা এসেছিল এবং সেই সময়ে দাবি করা হয়েছিল দুই কোটি টাকা।

এরপর ফের গত সোমবার রাতে লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোলের নাম করে হুমকি ফোন আসে। পুলিশ সূত্রে জানা গেছে যে, ট্র্যাফিক কন্ট্রোল রুমে যে খুনের হুমকি বার্তাটি পাঠানো হয়, সেখানে বলা হয়েছে, ‘‘লরেন্স বিশ্নোইয়ের ভাই বলছি। সলমন খান যদি বাঁচতে চান, তবে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তা হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দুইটির কোনোটাই যদি না করেন, তবে সালমানকে খুন করা হবে। এনসিপি নেতা বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তাঁর। আমাদের গ্যাং এখন নজর রাখছে।’’ এরপরেই মুম্বই পুলিশ নড়েচড়ে বসে এবং শুরু করে জোরকদমে তদন্ত। জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বিশ্নোইয়ের নাম করে ওই ব্যক্তিই সালমানকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত এক মাসের মধ্যে ভাইজান বেশ কয়েক বার খুনের হুমকি পেয়েছেন। এর আগে বান্দ্রায় তার বাসভবনের সামনে গুলি চালানোরও অভিযোগ ওঠে এবং পুলিশের দাবি, সেই ঘটনায় বিশ্নোই গ্যাং জড়িত। কয়েক জনকে গ্রেফতারও করা হয়। আর তারপর পরই গত ১৯শে অক্টোবর এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুন হন দুষ্কৃতীদের হাতে। জানা গেছে যে, বাবা সিদ্দিকির সঙ্গে সালমানের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাবা সিদ্দিকির খুনের পর থেকেই মুম্বই পুলিশ, ভাইজান এর নিরাপত্তা বাড়ায় বলেও জানা যায়। তবে এইভাবে একের পর এক খুনের হুমকি আসায় প্রশাসনের উদ্বেগ বেড়েছে ভালো পরিমাণে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments