বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeবিদেশভারতীয়দের শিরে সংক্রান্তি ট্রাম্পের নয়া আইনের দাপটে, জানুন পুরো বিষয়

ভারতীয়দের শিরে সংক্রান্তি ট্রাম্পের নয়া আইনের দাপটে, জানুন পুরো বিষয়

সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতি পদে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে সামনে পড়বে অন্তত প্রায় আড়াই লক্ষ ভারতীয় বংশোদ্ভূতের ভবিষ্যৎ পড়বে অনিশ্চয়তার মুখে। আসলে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রচারের সময় বলেছিলেন যে, তিনি রাষ্ট্রপতি পদ পেলেই সকল অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন। তাঁর বক্তব্য ছিল যে, ‘‘প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম দিনেই আমি যে আইন নিয়ে আসব, তাতে আমেরিকার ইতিহাসে সব থেকে বড় নির্বাসন প্রক্রিয়া শুরু হবে।’’

জানা গেছে যে, ট্রাম্পের লক্ষ্যে শুধু বেআইনি অভিবাসীরাই নন, বরং এর পাশাপাশি রয়েছেন সেই সকল লক্ষ লক্ষ মানুষ যারা আইনসিদ্ধ ভাবেই আমেরিকায় বসবাস করছেন। এর ফলে ভারতীয় ব‌ংশোদ্ভূতদের মধ্যে আশঙ্কা তুঙ্গে। আমেরিকার সংবিধান অনুযায়ী, আমেরিকায় জন্মালেই সেই ব্যক্তি আমেরিকার নাগরিক। তবে, ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের এই আইনের বদল আনতে চাইছেন। ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার প্রথম দিনেই একটি ‘এগজিকিউটিভ অর্ডার’-এ সই করবেন বলে খবর।

সেই নির্দেশিকায় বলা হবে যে, আমেরিকায় যে সকল অভিবাসী সন্তান জন্মেছেন, তারা আর জন্মসূত্রে আমেরিকান নাগরিক হিসেবে গৃহীত হবেন না। তার মা কিংবা বাবার মধ্যে অন্তত এক জন আমেরিকার নাগরিক হলে, তবেই সেই ব্যক্তি আমেরিকায় জন্মালে ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ অধিকার পাবে। এই মুহূর্তে আমেরিকায় বসবাসকারী প্রায় ১০ লক্ষ ভারতীয় রয়েছেন এখন গ্রিন কার্ডের অপেক্ষায়। এবার ট্রাম্পের আনা এই নয়া আইনের ফলে সেই সকল অভিবাসীদের এখন নাগরিকত্ব বাতিল হওয়ার আশঙ্কা চরমে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments