ভয়ের এবং সন্ত্রাসের বাতাবরণ গোটা শ্রীরামপুর এবং রিষড়া ঘিরে। গত সোমবার রাতে রিষড়া স্টেশনের অশান্তিকে ঘিরে ১৪৪ ধারা জারি করল পুলিশ। যার ফলে মঙ্গলবার সকালে সুকান্তের ধর্না মঞ্চ খুলে দেয় পুলিশ। শ্রীরামপুরের মাহেশ এলাকা থেকে রিষড়া পর্যন্ত সমগ্র এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। প্রথমেই জেনে নেওয়া দরকার কে এই সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার হলেন বিজেপির রাজ্য সভাপতি, যিনি সোমবারই রিষড়ায় আসার চেষ্টা করেছিলেন কিন্তু তাঁকে কোন্নগরের বিশালাক্ষীতলায় আটকে দেয় পুলিশ। যে কারণে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে ধর্না করেন, প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে এই ধর্না কর্মসূচি। আজ মঙ্গলবার ফের ধর্না হওয়ার কথা ছিল শ্রীরামপুর বটতলা এলাকায়,এমনকি বিজেপি কর্মীরা এই ধর্না অনির্দিষ্টকালের জন্য চালাবেন বলেও শোনা যায়। কিন্তু তার আগেই সোমবার রাতে রিষড়া স্টেশনে চার নম্বর রেলগেট এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি। ট্রেনকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। নিত্যযাত্রীদের হয়রানিতে পড়তে হয়।
অনেক রাত পর্যন্ত চলে এই বোমাবাজি কান্ড যার ফলে আজ মঙ্গলবার সুকান্তের ধর্না মঞ্চ সরিয়ে দেয় পুলিশ। তবে এই নিয়ে ইসরাত জাহান যিনি চন্দনগর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি জানান এই ধর্না কর্মসূচি হওয়ার কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। সাধারণ মানুষের অসুবিধার জন্যই তার অনুমতি দেওয়া হয়নি। পাল্টা অভিযোগ বিজেপির, তাঁরা এই ধর্না চালিয়ে যাওয়ার অনুমতি নিয়েছেন। এমনকি বিজেপির দাবি সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধা না করেই তারাই ধর্না চালিয়ে যেতে চান। আজ মঙ্গলবার সারাটা দিন ধরেই জায়গায় জায়গায় পুলিশের কড়া নজরদারি রাখা হয়েছে এবং স্টেশন চত্বরেও চলছে পুলিশি নজরদারি। সমগ্র পরিস্থিতি ঘিরে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।