মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeখেলাক্রিকেটইডেনে বিরাট আসর,শাহরুখ আসছেন?টিকিটের আপডেট,নাইটদের গুহায় পর্বের উকি

ইডেনে বিরাট আসর,শাহরুখ আসছেন?টিকিটের আপডেট,নাইটদের গুহায় পর্বের উকি

সায়ন নন্দী, কলকাতা : অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে কলকাতার , আইপিএলে কিং খানের দলের home coming হতে চলেছে ৬ ই এপ্রিল। পাঞ্জাবের সাথে মোহালি তে ডিআরএস পদ্ধতির শিকার হয়ে হেরে আসার পরে। কোহলি এন্ড কোং এসে পড়েছে কলকাতা তে। নাইটদের পরীক্ষা নিতে। প্রথম ম্যাচে কোহলির অসামান্য ফর্ম এবং তাদের অধিনায়ক ফাফ ডুপ্লেসি র বিধ্বংসী ব্যাটিং চিন্তায় রাখবে নাইটদের। তারসাথে বাংলার আকাশদীপের দুরন্ত বোলিং এ রোহিত শর্মার উইকেট নিয়েছিলেন চিন্নস্বামী তে। তার হাতের তালুর মতো চেনা ইডেনে তিনি কেকেআরের কতটা পরীক্ষা নিতে পারেন , সেটাও রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অপরদিকে , কেকেআর শিবিরে শাকিব কে পাওয়া যাচ্ছে না এবারের আইপিএলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সমস্যার কারনে তাকে জাতীয় দলের হয়েই খেলতে হচ্ছে। লিটন দাসের বিষয়ে কেকেআর এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। এদিকে বিরাট দের ঝোড়ো ব্যাটিং কে কাবু করার জন্য নাইটদের বোলিং এ টিম সাউদির সাথে লকি ফার্গুসন কেও দেখার সম্ভাবনা থাকছে। হয়তো লকি কে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেও নাইটদের একাদশে দেখা যেতে পারে।

নাইটদের ব্যাটিং এ বেঙ্কটেশ এবং নীতিশ রানা ই মূল স্তম্ভ হয়ে উঠেছে শ্রেয়াস আইয়ারের অনুপস্হিতি তে। রাসেল ঝড় ওঠার সম্ভাবনা থাকলেও তার গ্যারান্টি কোনো অন্ধ নাইট ভক্ত ও দিতে পারবেন না। এদিকে অফলাইনে টিকিট কাউন্টার ওপেন হয়েছে ৪ ই এপ্রিল থেকে মহামেডান মাঠে এবং তার সাথে চলছে অনলাইন টিকিট রিডেমশন এর কাজ ও জোরকদমে। তবে সবকিছুর শেষে সবচেয়ে আলোচিত বিষয় হলো নাইট দের কিং খান কে কি ইডেন পেতে চলেছে প্রথম ম্যাচে? তার পরর্বতী সিনেমা জাওয়ান এর শুটিং এর কাজ শেষ করেছেন বেশ কিছুদিন আগেই। মুম্বই তেই বিভিন্ন ইভেন্টে শাহরুখ খান কে দেখা গেলেও , ইডেনের কি তিন বছর পর কিং সাইজ নাইট শো দেখার শিকে ছিড়তে চলেছে?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments