রবিচন্দ্রন অশ্বিন, ব্রিসবেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচের শেষে এক সাংবাদিক বৈঠকে এসে তিনি সেই কথা ঘোষণা করেন। আর সেখানে উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং তিনি অশ্বিনের অবসরের প্রসঙ্গে বলতে গিয়ে আচমকা অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পুজারার অবসরের কথা বলে ফেলেন। এরপর নিজের ভুল বুঝে তৎক্ষণাৎ তিনি ভুল শুধরে নেন। আসলে ওই সাংবাদিক বৈঠকে রোহিতকে জিজ্ঞেস করা হয়েছিল যে, অশ্বিনের অবসরের পর একের পর এক অভিজ্ঞ ক্রিকেটারেরা দলের বাইরে চলে যাচ্ছেন। রোহিত ধীরে ধীরে সঙ্গীহীন হয়ে পড়ছেন কিনা?
এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, “একসঙ্গে বহু দিন ক্রিকেট খেলেছি। এখন এক এক করে সবাই চলে যাচ্ছে। সত্যিই একটা অন্য রকম অনুভূতি তৈরি করে। কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমরা সকলেই বন্ধু। সারা জীবন বন্ধু থাকব। অবশ্যই ওদের এখন থেকে আর ক্রিকেট সফরে পাব না। মুম্বইয়ে রাহানের সঙ্গে দেখা হবে মাঝেমাঝেই। পুজারা রাজকোটে লুকিয়ে থাকে, তা-ও মাঝেমাঝে দেখা হয়। ওরা দেশের হয়ে অনেক রান করেছে, ম্যাচ জিতিয়েছে। সত্যিই ওদের খুব মিস করব।”
এইসব কথা বলার পরেই রোহিত বুঝতে পারেন যে, তার বলা কথাগুলোর জন্য অন্য রকম অর্থ তৈরি হয়ে গেছে। এরপর নিজের ভুল শুধরে নিয়ে রোহিত হাসতে হাসতে বলেন, “যদিও রাহানে এখনও অবসর নেয়নি। পুজারাও অবসর নেয়নি। ওরা এখানে নেই। ওদের জন্য ভারতীয় দলের দরজা খোলা আছে। যেকোনো সময় ওরা দলে আসতে পারে। আমাকে তো বিপদে ফেলে দেবেন আপনারা।” রোহিতের কথা শুনে সকল সাংবাদিকরা হেসে ফেলেন।