শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
Homeকলকাতারাজ্যসভার বিজেপির প্রার্থী হতে চলেছেন প্রধান অনন্ত মহারাজ

রাজ্যসভার বিজেপির প্রার্থী হতে চলেছেন প্রধান অনন্ত মহারাজ

অনন্ত মহারাজকে ঘিরে বিজেপির এক বড় সিদ্ধান্ত। জানা যাচ্ছে রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপি প্রার্থী হতে পারেন অনন্ত মহারাজ।আপাতত সে নিয়েই জল্পনা তুঙ্গে। এ সমস্ত জল্পনা শুরু হয়েছে নিশীথ প্রামানিক যিনি কোচবিহারের সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অনন্ত মহারাজের বাড়িতে সাক্ষাৎ করতে যাওয়ার ঘটনা থেকেই।

এদিন অনন্ত মহারাজের নিজস্ব করা বক্তব্য থেকে তা আরো স্পষ্ট হচ্ছে। আজ পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের সময়েই কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক অনন্ত মহারাজের বাড়িতে যান এবং সেখানে গিয়ে তাদের বেশ অনেকক্ষণ আলাপচারিতাও চলে। তা নিয়ে পড়ে আনন্দ মহারাজকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তাঁর কাছে প্রস্তাব এসেছে এবং তিনি তাতে সম্মতিও প্রকাশ করেছেন। তবে প্রস্তাবটি আদতে কি তা নিয়ে এখনো মুখ খোলেননি। সমস্তটাই আগামীতে জানার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। আগামী দিনে রাজ্যসভার ছটি আসন একসঙ্গে খালি হতে চলেছে।

যে আসনের পাঁচটিতে শাসকদলের জয় নিশ্চিত হলেও একটি আসন বিজেপিও নিশ্চিত করতে চাইছে। তাই সেই আসনে তাঁরা অনন্ত মহারাজের নাম দাখিল করবে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ বলছেন বিজেপি দ্বিমুখী কৌশল গ্রহণ করতে চাইছে তার জেরে এহেন সিদ্ধান্ত। আগামী দিনে বিজেপি রাজনৈতিক শক্তির বৃদ্ধি করবার লক্ষ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বরা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে আগামী দিনে আদৌ বিজেপি তাতে কতটা সফল হয় সেটি দিকে নজর থাকবে আমাদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments