রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeবিনোদনঅবশেষে ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে ফিরলেন ইব্রাহিম দম্পতি

অবশেষে ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে ফিরলেন ইব্রাহিম দম্পতি

অবশেষে স্বস্তি পেলেন শোয়েব ইব্রাহিম এবং দীপিকা কাক্কার ইব্রাহিম। টানা ১৮ দিনের লড়াই শেষ করেই শিশু পুত্রকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এই তারকা দম্পতি। গত ২১ জন তাদের সন্তানের জন্ম হয়। সময়ের বেশ আগেই পৃথিবীর আলো দেখেছিল সদ্যোজাত। তারপর থেকেই নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ারে ইউনিটে রাখা হয়েছিল সদজাতককে। বেশ কিছুদিন অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল তাকে। তবে এখন সে বিপদমুক্ত।

রবিবার নিজের instagram স্টোরিতে শোয়েব জানিয়েছিলেন, খুব শীঘ্রই ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে পারবেন তারা। ঠিক তার পরের দিন অর্থাৎ সোমবার সেই কথা মত ছেলে এবং স্ত্রী দীপিকাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শোয়েব। বাড়ি ফেরার পথে আলোকচিত্রীরা ভিড় করে দাঁড়িয়ে ছিলেন ছোট্ট শিশুটিকে দেখার জন্য। তবে সকলের উদ্দেশ্যে হাত জোড় করে তারকা দম্পতি জানান, দয়া করে কোন হই হট্টগোল করবেন না, বাচ্চার ঘুমের ব্যাঘাত ঘটবে।

এদিন হালকা রঙের কুর্তা পাজামা পড়েছিলেন দীপিকা এবং শোয়েব পড়েছিলেন কালো প্যান্ট এবং কালো টিশার্ট। কোলে আগলে ধরেছিলেন ছোট্ট সন্তানকে। বিয়ের পাঁচ বছরের মাথায় সৌয়েবের জন্মদিনের দিন সন্তানের জন্ম হয়। খুশির মধ্যেই মাঝে কয়েকটা দিন দুশ্চিন্তায় কাটলো ঠিকই কিন্তু অবশেষে সেই দুশ্চিন্তার কালো মেঘ সরে গিয়ে এই মুহূর্তে খুশির হাওয়া ইব্রাহিম পরিবারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments