সর্বত্রই সবুজ আবিরের ঝড়। আজকের দিনটি শুধুমাত্র তৃণমূলের জন্যই। একথা আবারো প্রমাণিত যে মা মাটি মানুষের প্রতি ভরসা মানুষের সব সময় কেউ তা থেকে সরাতে পারবে না।অবশেষে নীরবতা ভাঙলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।৮ই জুলাই ভোট হয়ে যাওয়ার পর থেকে নিশ্চুপ ছিলেন তিনি। পঞ্চায়েত ভোটের ফলাফলই বিরোধীদের ওপর স্পষ্ট জবাব বলে মনে করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর গলায় শোনা গেল কটাক্ষের সুর।
ফল প্রকাশের পরেই তিনি টুইট করেন বিরোধীদের উদ্দেশ্যে। একসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল নো ভোট টু মমতা। তার প্রত্যুত্তরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখলেন নাও ভোট ফর মমতা। তাদের স্লোগান এভাবেই ফিরে এসেছে। এই সাফল্য থেকেই তৃণমূল এবার লোকসভার ক্ষেত্র প্রস্তুতে ব্যস্ত কিন্তু বিরোধীদের নিশানা করতে ছাড়ছেন না তিনি। বিরোধীদের পাশাপাশি সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
যেভাবে মানুষ তাদের পাশে থেকেছে বুঝিয়ে দিয়েছে নো ভোট টু মমতা থেকে নাও ভোট পর মমতা তার জন্য তিনি সমস্ত জনসাধারণের কাছে কৃতজ্ঞ থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন তাঁর নব জোয়ার কর্মসূচিই সাফল্যের চাবিকাঠি। এই সাফল্যই তাদের আগামী দিনের লোকসভার পথ আরো প্রশস্ত করবে। তাঁরা তার জন্য প্রস্তুত হচ্ছেন। এত ভালোবাসার জন্য তিনি এবং তার দল আপামর সাধারণ মানুষের কাছে ঋণী হয়ে থাকবেন বলেই জানিয়েছেন এবং এভাবেই আগামী দিনে পাশে থাকার কথা বলেছেন।