রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeদেশচারিদিকে শুধুই মৃত্যুমিছিল! হাথরসের ঘটনা দেখে পুলিশকর্মীর মৃত্যু, জানুন বিস্তারিত

চারিদিকে শুধুই মৃত্যুমিছিল! হাথরসের ঘটনা দেখে পুলিশকর্মীর মৃত্যু, জানুন বিস্তারিত

বর্তমানে শিরোনামে রয়েছে হাথরসে পদপিষ্টের ঘটনা।গত মঙ্গলবার হাথরসের মুঘলাগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। আর সেই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু ঘটেছে ১২১ জনের। আহত হয়েছে বহু মানুষ। এই ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড়। এই ঘটনাকে কেন্দ্র করে উঠে আসছে নানা প্রশ্ন। ইতিমধ্যেই আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মামলা শুরু করেছে পুলিশ। এই ঘটনায় বাড়ছিল হাসপাতালের মর্গে একের পর এক লাশের সংখ্যা। টেম্পো, বাসে ভরে ভরে আসা শিশু থেকে বৃদ্ধ, বৃদ্ধা, মহিলা সকলের নিথর দেহগুলি রাখা হচ্ছিল মর্গে। গোটা হাসপাতাল জুড়ে স্বজনহারাদের আর্তনাদ। সবমিলে এক শোকাতুর পরিবেশ সৃষ্টি করেছিল।

দুই পুলিশকর্মীকে মেডিক্যাল কলেজের মর্গে মোতায়েন করা হয়েছিল, যাতে হাসপাতালে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। মোতায়েন করা পুলিশকর্মীদের মধ্যে একজন কনস্টেবলের নাম রবি কুমার এবং অপরজন তারই এক সহকর্মী। হাসপাতালে মর্গে দুপুর ২টোর পর থেকেই ক্রমাগত লাশের সংখ্যা বাড়তে শুরু করেছিল। চোখের সামনে এহেন মৃত্যুমিছিল, রক্ত, মানুষ বুকচেরা আর্তনাদ এই সব দেখে রবি কুমার নিজেকে আর সামলাতে পারেননি। তার সহকর্মীর মতে, হাসপাতালের মর্গে যখন লাশের সংখ্যা বাড়ছিল, রবি সেই সব লাশ দেখে খুবই বিচলিত হয়ে পড়েছিলেন এবং মর্গের সামনেই অস্থির ভাবে পায়চারি করছিলেন। যদিও তখনও বোঝা যায়নি যে রবির মধ্যে কী চলছে। আর এরপর আচমকাই রবি অসুস্থ বোধ করতে থাকেন।

তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু অসুস্থ হওয়ার ২০ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে জানা গেছে যে, রবি কুমার নামক ওই পুলিশকর্মী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবির ওই সহকর্মী জানিয়েছেন যে, দীর্ঘ ১০ বছরের কর্মজীবনে রবি বহু বার বহু মৃত্যু দেখেছেন, রক্তপাত দেখেছেন। আসলে এই রক্ত, মৃতদেহ, ময়নাতদন্ত প্রভৃতি এই সব কিছু নিয়েই পুলিশকর্মীদের নিত্য দিন ওঠা বসা। কোনোদিনই রবি নিজের কর্তব্য থেকে বিরত থাকেননি, কিন্তু হাথরসের এই ভয়াবহ দৃশ্য দেখে তিনি হয়তো নিজেকে সামলাতে পারেননি, আর এর প্রভাব পড়ে সরাসরি তার মনে। মূলত সেই কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। যাইহোক না কেন, এই সবকিছুর পরেও রবির সহকর্মীরা তার মৃত্যুকে মেনে নিতে পারছেন না। জানা গেছে যে, রবি সিদ্ধার্থ নগরের বাসিন্দা। ২০১৪ সালে তিনি পুলিশকর্মী হিসেবে কাজে যোগ দেন। ২০২২ সালে অওয়াগড় থানায় বদলি হয়ে আসেন তিনি। চলতি বছরের ১৬ই জুন পুলিশ লাইনে কুইক রেসপন্স টিমে যোগ দেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments