শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিনোদনসুশান্তর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুরনো স্মৃতিতে ভাসলেন দিদি শ্বেতা

সুশান্তর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুরনো স্মৃতিতে ভাসলেন দিদি শ্বেতা

বলিউডের অন্যতম অভিনেতা সুশান্ত সিং রাজপুত যার মৃত্যুর তিন বছর কেটে গেছে। মাত্র ৩৪ বছর বয়সে অভিনেতার জীবন থমকে গিয়েছিল। ব্যোমকেশ বক্সী, ধোনি দ্য আনটোল্ড স্টোরি, কাই পো চের মতো সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। ২০২০ সালের ১৪ জুন তারিখে অভিনেতার ঝুলন্ত দেহ পাওয়া যায় তার শোয়ার ঘর থেকে।

সেই সময় অভিযোগ উঠেছিল যে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী ইন্ডাস্ট্রির একাংশ। মৃত্যুর তিন বছর কেটে গিয়ে থাকলেও এখনো জ্বলজ্বল করছে তার স্মৃতি তার পরিবারের কাছে। তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সুশান্তের দিদি শ্বেতা সিংহ স্মৃতিচারণ করলেন পুরনো কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে।

বর্তমানে অভিনেতার দিদি থাকেন আমেরিকায়। প্রত্যেক বছর সুশান্তের জন্মদিন এবং মৃত্যু দিনে নানা রকম অজানা তথ্য তুলে ধরেন অনুরাগীদের কাছে। এবারেও সেটার ব্যতিক্রম হয়নি, অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে অভিনেতার দিদি তার সঙ্গে কথোপকথনের কিছু ছবি শেয়ার করেন সমাজ মাধ্যমে। সেখানে দেখা যায় দিদিকে তিনটে বই পড়ার কথা অভিনেতা বলছিলেন।

এছাড়াও সুশান্তের হাতের লেখার একটি নোটবুক পাতারও ছবি দেন তিনি। যেখানে লেখা ছিল মহাকাশ, রোবোটিক্স, পদার্থবিদ্যার মতো কিছু বিষয়। ভাইকে মনে করে শ্বেতা লেখেন,” আই লাভ ইউ ভাই। তোমার বুদ্ধিমত্তাকে আমি সালাম জানাই। প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাকে মিস করি। আমি জানি তুমি আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছো। সেই কারণে ওর পড়া বই কিছু পোস্ট করলাম রাতে ও সকলের মধ্যে থেকে যাবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments