বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeদেশএবার প্রকাশ্যে এল রামলালার আসল ছবি! প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এবার প্রকাশ্যে এল রামলালার আসল ছবি! প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ ২২শে জানুয়ারি সোমবারই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হয়েছে। গোটা দেশ জুড়ে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এতদিন উন্মাদনা তুঙ্গে ছিল। মন্দিরের গর্ভগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেছেন এবং হাতে পদ্মফুল নিয়ে পুজো করছেন। অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান উপলক্ষে গোটা অযোধ্যা নগরী সেজে উঠেছে। করা হয়েছে জোরদার নিরাপত্তা। মানুষের ঢল নেমেছিল রামমন্দিরের সামনে। একে একে উপস্থিত হয়েছিলেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে অভিনেতা ও অভিনেত্রীরা।

রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সাধ্বীরাও উপস্থিত হন অযোধ্যায়। মন্দিরের বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের সৌজন্যে ভক্তদের মিলনমেলায় পরিণত হয়েছে অযোধ্যা। অভিজিৎ মুহূর্তে রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই প্রাণপ্রতিষ্ঠার সময় প্রকাশ্যে এল রামলালার নতুন মূর্তির ছবি। মূর্তিটি সাজানো হয়েছে ফুল, মালা, অলঙ্কারে। যদিও এর আগে রামের একটি বিগ্রহের ছবি রামলালার নতুন মূর্তির ছবি বলে তুমুল ভাইরাল হয়েছিল, তবে পরে রামমন্দিরের পুরোহিত জানান যে, ওই ছবির বিগ্রহটি আদতে রামলালার নয়।

সমাজমাধ্যমে যে মূর্তির ছবিটি ছড়িয়ে পড়েছিল, সেই ছবির সঙ্গে আসল রামলালার বিগ্রহের খুব একটা অমিল নেই। গত শুক্রবার রামলালার নতুন মূর্তি আনা হয় মন্দিরে। মূর্তিটি গর্ভগৃহে ঢোকানোর সময়ে মন্দির কর্তৃপক্ষ ছাড়া ওই স্থানে উপস্থিত ছিলেন নির্মাণকর্মীরা। সেই সময়ে মূর্তির চোখমুখ ঢাকাই ছিল। আজ বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার সময় সেই ছবি প্রকাশ্যে এসেছে। রামমন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহের চোখের বাঁধন খুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন মোদী, যোগী আদিত্যনাথ এবং মোহন ভাগবত।

রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছিলেন যে, মূর্তির আবরণ উন্মোচন হবে প্রাণপ্রতিষ্ঠার ঠিক আগে। প্রাণপ্রতিষ্ঠা যতক্ষণ না হচ্ছে, ততক্ষন মূর্তির হাত ও মুখ ঢেকে রাখা ছিল হলুদ কাপড়ে এবং মূর্তির গায়ে জড়ানো ছিল সাদা চাদর। একই সঙ্গে রামমন্দিরের প্রধান পুরোহিত বলেছিলেন, যদি এই মূর্তির ছবি সত্যি ছড়িয়ে গিয়ে থাকে, তবে তার তদন্ত হওয়া প্রয়োজন। প্রাথমিক ভাবে ভুল ছবি বলে বিষয়টা উড়িয়ে দিলেও মন্দিরের অন্দরে এই বিষয়টি নিয়ে সংশয় পুরোপুরিভাবে তখনও কাটেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments