শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeদেশএবার ২০ কেজি বিস্কুট দিয়ে রামমন্দিরের প্রতিরূপ তৈরি করে তাক লাগিয়ে দিলেন...

এবার ২০ কেজি বিস্কুট দিয়ে রামমন্দিরের প্রতিরূপ তৈরি করে তাক লাগিয়ে দিলেন দুর্গাপুরের এক ফুল বিক্রেতা! জানুন বিস্তারিত

আগামী ২২শে জানুয়ারি সোমবারই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হতে চলেছে। দেশ জুড়ে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উন্মাদনা তুঙ্গে। মন্দিরের গর্ভগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন। আর এই শুভ কাজের আগে গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম কর্মসূচি পালন করছেন নেতামন্ত্রী থেকে সাধারণ মানুষজন। অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে মন্দির ট্রাস্টের কাছে বেশ কিছু অনন্য উপহার পাঠানো হয়েছে।

উপহারের মধ্যে রয়েছে একটি ওয়ার্ল্ড ক্লক, একটি ৫০০০ হিরে জড়ানো নেকলেস, দেবী সীতার জন্মস্থান জনকপুর থেকে ৩০০০-এরও বেশি জিনিসপত্র, শ্রীলঙ্কার অশোক ভাটিকা থেকে শিলা, আহমেদাবাদ থেকে এসেছে ৫ ফুটের অজয় বান এবং একটি ১০৮ ফুট উচ্চতার ধূপকাঠি। কেউ রামমন্দিরে পাঠানোর জন্য ৭ হাজার কেজির হালুয়া তৈরি করেছেন, তো কেউ আবার সুরাট থেকে সাইকেল চালিয়ে অযোধ্যায় পৌঁছনোর তোড়জোড় শুরু করেছেন।

এবার দুর্গাপুরের দুবচুড়িয়া গ্রামের বাসিন্দা ছোটন ঘোষ রামমন্দির উদ্বোধনের আগে নেটমাধ্যমে কাড়লেন সকলের নজর। তিনি প্রায় ২০ কেজির বিস্কুট দিয়ে নিজের হাতে রামমন্দিরের প্রতিরূপ তৈরি করেছেন। ছোটন পেশায় এক জন ফুল ব্যবসায়ী। এর আগে তিনি ব্যাটারিচালিত দশ সিটের বাইক তৈরি করেছেন। তারপর চন্দ্রযান, সৌরযান প্রভৃতির অবিকল প্রতিরূপ গড়ে শহরবাসীকে চমকে দিয়েছিলেন।

তাঁর অযোধ্যার আদলে তৈরি এই বিস্কুটের রামমন্দির গড়তে সময় লেগেছে মোট ৫ দিন। তাঁর সৃষ্টি এই মন্দিরের উচ্চতা প্রায় ৪ ফুট। এই মন্দিরটি তৈরি করতে বিস্কুট ছাড়াও তিনি প্লাইউড, থার্মোকল ব্যবহার করেছেন। এলাকাবাসী তাঁর তৈরি এই রামমন্দির দেখতে ভিড় জমিয়েছেন। ফুল বিক্রির টাকা বাঁচিয়ে সেই টাকা দিয়েই এই শিল্পকীর্তি করেন ছোটন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments