মসলা ধোসা এবং ফিল্টার কফি, এই দুটি না থাকলে নাকি মসলা ধোসা এবং ফিল্টার কফি, এই দুটি না থাকলে নাকি চন্দ্রযান-৩ সফল হতো না। নিশ্চয়ই আশ্চর্য লাগছে। কিন্তু এবার প্রশ্ন হল, কেন ইসরো অভিযানের সঙ্গে জড়িয়ে পড়ল এই দুটি খাবারের নাম। এই দুটি খাবারের উপর কিভাবে নির্ভর করল এত বড় একটি অভিযান?
আমরা সকলেই জানি, চন্দ্র যান অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বিজ্ঞানী বেঙ্কটেশ্বর শর্মা। বিজ্ঞানী জানিয়েছেন, অভিযানকে সফল করার জন্য প্রয়োজন ছিল প্রত্যেক সদস্যের সহযোগিতা আর বাড়তি পরিশ্রম। এই বাড়তি পরিশ্রম না করলে কখনোই সফল হতো না এত বড় অভিযান। তবে এই বাড়তি পরিশ্রমের পেছনে যার অবদান সব থেকে বেশি সেটি হল মসলা ধোসা এবং ফিল্টার কফি।
এই দুটি খাবারই প্রতিদিন বিকেলবেলা বানানো হতো ইসরোর দপ্তরে এবং এই দুটি খাবারের জন্যই প্রতিদিন কর্মীদের কাজের উৎসাহ আরো বেড়েছে। স্বাভাবিকের তুলনায় প্রত্যেক সদস্য প্রতিদিন অফিসে বেশি সময় কাটিয়েছেন এবং বেশি মন দিয়ে কাজ করেছেন। বাড়তি পরিশ্রমের উৎসাহ জুগিয়েছে এই দুটি পছন্দসই খাবার।
আমরা সকলেই জানি ইতিমধ্যেই চন্দ্রযান অভিযান সফল হয়েছে এবং ভারত প্রথম সেই দেশ হিসাবে সারা বিশ্বে নিজেকে প্রমাণিত করেছে যে দেশ চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পদার্পণ করেছে। চাঁদের মাটিতে পদার্পণ করার মাত্রই দু সপ্তাহের মধ্যেই এবার সূর্যের দিকে পা বাড়িয়েছে ইসরো। তবে এই অভিযান কতটা সফল হবে তা সময় বলতে পারবে।