শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeখেলাক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে, বিপুল চাহিদা টিকিটের

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে, বিপুল চাহিদা টিকিটের

মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল বিশ্বকাপের ভারত পাকিস্তানের সমস্ত টিকিট। অনলাইনে বিক্রি শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছিল সব টিকিট। ভারত পাকিস্তানের পাশাপাশি ভারত অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটও বিক্রি হয়ে যায় নিমিষে। এবার আরো একবার সেই টিকিট পাওয়া যাবে বিপুল দামের বিনিময়ে।

বিশ্বকাপের রোহিত শর্মাদের সঙ্গে বাবর আজেমদের ম্যাচের টিকিটের দাম ধার্য করা হয়েছে ১৯.৫ লক্ষ টাকা। অন্যদিকে প্যাড কামিংস এর সঙ্গে ম্যাচের টিকিটের দাম উঠেছে প্রায় ৯ লক্ষ টাকা। অনলাইনে যে টিকিট বিক্রি হয়ে গিয়েছিল সেই টিকিটগুলি এবার অন্য একটি অ্যাপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

আমেদাবাদের ভারত পাকিস্তান ম্যাচের বিক্রি হয়ে যাওয়া টিকিট নতুন করে বিক্রি হচ্ছে শুধুমাত্র বিপুল চাহিদার সুবাদে। ডাকযোগে টিকিট পাঠানোর খরচ আলাদাভাবে দিতে হবে ক্রেতাকে। টিকিট গুলির কিন্তু আসল দাম ৬০০০ টাকা কিন্তু ভায়াগোগো নামের একটি অনলাইন প্লাটফর্ম থেকে এই টিকিটগুলি এরকম আকাশ ছোঁয়া দাম নিয়ে বিক্রি করা হচ্ছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ১৪ অক্টোবরের ম্যাচের এখনো ১০০ টি টিকিট তাদের কাছে আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments