বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeভাইরালচোরকে ধরে মাঝরাস্তায় আদর করলেন তরুণী, জানুন পুরো বিষয়

চোরকে ধরে মাঝরাস্তায় আদর করলেন তরুণী, জানুন পুরো বিষয়

এক তরুণী, রাস্তার ফুটপাথ ধরে একা হেঁটে যাচ্ছিলেন। তার পরনে ছিল মিনি স্কার্ট ও ক্রপ টপ, আর তার কাঁধে ছিল একটি ব্যাগ। দূর দূরান্তে ওই রাস্তায় নেই কোনো লোকজন এবং যানবাহন। রাস্তা একেবারেই ফাঁকা। আর ঠিক এই সুযোগটাই নিলেন এক তরুণ চোর। তিনি সুযোগ বুঝে আচমকা পিছন থেকে ওই তরুণীর দিকে এগিয়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যে ওই তরুণীর কাঁধের ব্যাগ ছিনিয়ে নিয়ে ছুটে পালানোর চেষ্টা করেন তরুণ চোরটি। তবে, তিনি ব্যাগ কি চুরি করবেন, ওই তরুণী একেবারে জড়িয়ে ধরে ওই চোরটিকে আদর করে বসলেন।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হুহু করে ছড়িয়ে পড়েছে। একটি সিসিটিভি ফুটেজ ভিডিয়ো আকারে পোস্ট করা হয়েছে ‘কাঁচা আম’ নামের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে, যেখানে দেখা যায় যে, এক তরুণী, ফুটপাথ ধরে একা হেঁটে যাচ্ছেন। ফাঁকা রাস্তায় তরুণীর কাঁধের ব্যাগটি নিয়ে এক তরুণ ছুটে পালানোর চেষ্টা করেন। তরুণী সঙ্গে ব্যাগটি ধরে টানাটানি করার খানিক পর ব্যাগটি ছিনিয়ে নেন ওই তরুণ। সেই সময় তরুণীটি মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন। তখন তরুণীকে দেখে থেমে যান তরুণ। আর তার ব্যাগ নিয়ে সেখান থেকে পালানো হয় না। তারপর তারা একে অপরের কাছে এগিয়ে যান এবং তরুণটি ওই তরুণীর কাঁধে ব্যাগটি চাপিয়ে দেন।

এই সময় ওই চোরটিকে উদম ধোলাই দেওয়ার পরিবর্তে তরুণীটি ওই চোরটির ঘনিষ্ঠ হতে শুরু করেন। ফুটপাথে দাঁড়িয়েই তারা একে অপরের ঠোঁটে ঠোঁট রাখেন। এই ঘটনাটি ঠিক কোথাকার, তা এখনো জানা যায়নি। তবে, এই ভিডিয়োটি দেখে নেতিজেনরা তাদের মজাদার মতামত ব্যক্ত করেছেন। একজন বলেছেন যে, ‘‘চোরটি মনে হয় ওই তরুণীর পুরনো প্রেমিক। হঠাৎ চিনতে পেরে পুরনো ভালবাসা জেগে উঠেছে।’’ অপর একজন মন্তব্য করেছেন যে, ‘‘তরুণীকে দেখে চোর চুরি করতেই ভুলে গেল।’’ সোশ্যাল মিডিয়ায় এখন এই ভিডিওটি ছেয়ে গেছে আর হাজারো মানুষ তা দেখে মজা নিচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments